SAHA ANTAR

Published:
2021-07-25 05:02:19 BdST

বেনাপোল হয়ে এলো ইন্ডিয়ান রেলওয়ের 'অক্সিজেন এক্সপ্রেস'


ফাইল ছবি 

ডেস্ক
______________

শনিবার রাত ১০টায় বেনাপোল বন্দরে প্রবেশ করেছে পশ্চিম বঙ্গ থেকে আসা 'অক্সিজেন এক্সপ্রেস'।

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান জানান, 'আজ রাত দশটার দিকে 'অক্সিজেন এক্সপ্রেস'-এর ১০টি কন্টেইনার বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে 'অক্সিজেন এক্সপ্রেস' কন্টেইনার নিয়ে সরাসরি যমুনা সেতুতে পৌঁছে বাংলাদেশি ট্যাংকারে খালি করে আবার ফিরে যাবে।'

অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড পণ্য চালানের রাজস্ব পরিশোধ করে রাতেই এগুলো খালাস নেবে বলে জানিয়েছে কাস্টমস সূত্র।

ইন্ডিয়ান রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে। চলতি বছরের ২৪ এপ্রিল এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করে। ভারতবর্ষ জুড়ে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে।


ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর মতিয়ার রহমান জানান,শনিবার টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোল বন্দরে দুইশ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানানো হয়।

তিনি বলেন, 'আমদানি করা অক্সিজেনের বিপরীতে ১৬ লাখ টাকা রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে খালাস নিতে হবে।'

সরকারের কাছে অক্সিজেনের শুল্ক উঠিয়ে দেওয়ার জোর দাবি জানান তিনি।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়