SAHA ANTAR
Published:2021-07-22 13:51:00 BdST
কলকাতা থেকে ১১ ট্যাংকার অক্সিজেন এলো
ডেস্ক
____________
মানুষের জীবন বাঁচাতে
বেনাপোল বন্দর দিয়ে কলকাতা থেকে ১১ ট্যাংকার অক্সিজেন আনা হয়েছে। করোনায় এপার বাংলায় অক্সিজেনের ব্যাপক চাহিদা থাকায় জরুরি সেবার অংশ হিসেবে এ অক্সিজেন এলো।
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম মিডিয়াকে জানান, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর চার দিন বন্ধ আছে। তবে, করোনা মহামারি সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকট নিরসনে ঈদের দিন কাস্টমস ও বন্দর খোলা রাখা হয়েছে।
অক্সিজেনের চালান দ্রুত খালাসের জন্য কাস্টমসের একটি বিশেষ টিম কাজ করছে বলে জানান তিনি।
লিন্ডে বাংলাদেশ, পিওর লি. ও ইসপেক্টর লি. এ অক্সিজেন এনেছে। লিন্ডে তিন ট্যাংকারে ৬০ টন ৫৩ কেজি, পিওর এক ট্যাংকারে ১৪ টন ৫৫ কেজি ও ইসপেক্টর সাত ট্যাংকারে ১০৪ টন ৪২ কেজি অক্সিজেন এনেছে ।
বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল মিডিয়াকে বলেন, অক্সিজেন দ্রুত খালাস করতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হবে।
আপনার মতামত দিন: