Ameen Qudir

Published:
2016-11-15 02:37:14 BdST

একেই বলে ডিউটি এমন পা তুললে বাংলাদেশে কি হাল হতো, ভাবুন তো !


         


        ডা: গোলাম ফারুক বাবুল
         ______________________


  হ্যাঁ,
এটাকেই বলে কর্তব্যপরায়ণতা।

এ ছবিটি ভারতের একটি নির্বাচন কেন্দ্রের। এই ছবি কর্মরত এই পোলিং কর্মকর্তাকে এনে দিয়েছে অনেকখ্যাতি, সম্মান ও পুরস্কার ।
একজন ভোটার - যার দুই হাত নেই -
যেহেতু আংগুল নেই - তাই তিনি টেবিলে পা তুলে দিয়েছেন পায়ের আংগুলে কালি লাগানোর জন্য -
কর্মকর্তা কিছু না বলে -কালি লাগিয়ে দিলেন।

কল্পনা করেন - আমাদের দেশে কোন ভোটার টেবিলে - এভাবে পা তুলে দিলে - পোলিং অফিসার তাকে কি বলতেন?

 

 

 


লেখক : প্রখ্যাত চিকিৎসক, সুলেখক। দরিদ্রসেবী ।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র। বর্তমানে
General Physician ।

Ex UH&FPO ,Government of the People's Republic of Bangladesh

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়