SAHA ANTAR

Published:
2021-04-28 23:29:38 BdST

মন্দির মসজিদ গীর্জা প্যাগোডা সবাই মানবতার কাজে এক কাতারে



ডেস্ক
----------------------

মন্দির মসজিদ গীর্জা প্যাগোডা সবাই এগিয়ে এসেছে মানবতার কাজে।
ভারতবর্ষ মানুষ ধর্ম ভেদাভেদ ভুলে এখন মন্দির মসজিদে মানবতার উপাসনালয় সেবাশ্রম খুলেছেন।
কলকাতা থেকে
রাজিব হাওলাদার ও শিরিন সোরাইয়া লিখেছেন, মসজিদকে হাসপাতাল বানানো হয়েছে,মন্দিরকে আইসোলেশন সেন্টার বানানো হয়েছে৷ হিন্দুদের সৎকারে সাহায্য করছে মুসলিম, নিজের জমিকে উন্মুক্ত শশ্মান বানাতে ছেড়ে দিয়েছেন খ্রিস্টান ভদ্রলোক। বৌদ্ধদের একটি টিম কাজ করছে লাশের পরিচয় বের করার জন্য, কে কোন ধর্মের বুঝতে পারার পরই তার বিদায়ের আয়োজন করছেন সে ধর্ম অনুসারে। মুসলিমদের কবর দেওয়ার ক্ষেত্রে সাহায্য করছে হিন্দু,খ্রিস্টান সবাই। খ্রিস্টানদের বিদায়ে সামিল অন্য ধর্মের ভাইয়েরা৷
অক্সিজেনের হাহাকার আর মৃত্যুর এমন হৃদয়বিদারক ইতিহাসে সব ধর্ম গোত্র মিলেমিশে একাকার৷পুরা ভারত এখন মানবতার এক অনন্য উদাহরন৷ শেষ বেলা মানে শেষ বেলা তার কোনো জাত নেই, বিদ্বেষ নেই। ধর্ম মানে শান্তি উগ্রতা নয়৷

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়