ডেস্ক

Published:
2021-04-24 15:35:24 BdST

মানুষের জীবনরক্ষার জন্য ডাক্তার, ফায়ার কর্মীদের আত্মত‍্যাগ


 

অধ্যাপক ডা: মুজিবুল হক
------------------------------

চরম বিপদে ফায়ার সার্ভিসের কর্মীদের
আত্মত‍্যাগ আমরা টিভিতে দেখতে দেখতে শ্রদ্ধায় অন্তর ভরে যায়।
কিছু দিন আগে সেই টিভিতেই , এক বাস high way র পাশের খাদে পড়ে ডুবে যেতে থাকলে, শত নিথর দর্শক এর
মাঝে এক তরুণ police constable কে,সাত পাচ বিবেচনার আগেই সেই ডোবায় ঝাপ দিতে দেখেন দেশের অগনিত মানুষ । এতে উব্দুদ্ধ হয়ে
দলবদ্ধ মানুষেরা উদ্ধার কর্মে নামে।
পুরো সকলকে রক্ষা করেন।

একই ভাবে এক ঢাকা মেডিক্যাল এ neurusugeon যখন এক ভাবে ৭/৮ ঘন্টা দাঁড়িয়ে ভুলে নাওয়া খাওয়া ছাড়া দিনের
পর দিন মাথায় কোপ খাওয়া অচেনা রুগীকে নিস্বার্থ
ভাবে সম্পুর্ন বিনা মুল্যে operations করেন দিনের পর দিন তারাও অন্তর থেকে শ‍্রদ্ধার পাত্র হয়ে ওঠেন।

বতর্মান পুলিশ প্রধান অনেক শিক্ষিত মানুষ।আমাদের
এক আন্তর্জাতিক skin surgery এর অনুষ্ঠানে তিনি এক কৃতজ্ঞ রুগী হয়ে আসেন, সরকারের বড় মন্ত্রীর
সংগে। তিনি beutification নিয়ে খুবই চমৎকার এক extempore বতৃতা করেন হোটেল( la meridian )এ।

Asthetic Dematlogical society এর পক্ষে আমার জন্যে নির্ধরিত একটি crestও আমাকে প্রদান করেন।

গতকাল সারারাত কাজ করে বাড়ি ফেরার পথে করোনার একজন বড় বিষেশজ্ঞ
ডাক্তারকে ambulance থেকে নামিয়ে দেয়া
হয় কাওরান বাজারে, চরম বিব্রত ডাক্তার সাহেব 5/7 মাইল হেঁটে বাসায় যান। এটা ছিলো এটা ছিল এক হৃদয় বিদারি ঘটনা।

চিকিৎসক তার সারাটা রাত এক অতিরিক্ত খারাপ
হয়ে পড়া তার অজানা অচেনা, এক রোগীটিকে বাচাবার জন্যে লড়াই করতে
করতে ভোর করে ফেলেছিলেন।

traffic তার কোনো কথা শুনতে চায় নি।

একটা ambulance থেকে কোনো ডাক্তারকে
নামিয়ে দেয়া পৃথিবীর কোনো দেশে সম্ভবত এই প্রথম।

প্রায় ১৫০ এর বেশি জন মেধাবী চিকিৎসক প্রান দিয়েছেন,
একমাত্র জনগণের জন‍্যে dedicated চিকিৎসা করতে গিয়ে । বিনিময়ে কিছুই(recognition) তারা পাননি। পরিবারও আর্থিক অনুদান পায় নি।

এখন দেশে
critical care / corona বিশেষজ্ঞের অভাব।
কারপ এদের
বিপুল অংশ
চিকিৎসা কালে নিজেরাই আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ ত‍্যাগ তুলনাহীন।

পুলিশ প্রধান সকলের আস্থার প্রতীক ।মনে করি তার আজান্তেই চিকিৎসক দের এমন অশ্রুতিপুর্ন বিড়ম্বনা হচ্ছে।আর
এসবে সরকারের ভাবমূর্তির নিদারুণ ক্ষতি অবধারিত।

প্রত‍্যাশা করি চিকিৎসক ও তার গাড়ি চালকদের যেন
স্বচ্ছন্দে কাজ করার আদেশ নিম্ম স্থরে যথার্ত ভাবে
পৌছায়।সকল কাগজপত্র থাকা সত্ত্বেও সম্পর্ন ইচ্ছাকৃত
ভাবে একজন med universityর অধ্যাপককে বিড়ম্বিত করা হয়।
মুক্তিযুদ্ধে রাজারবাগে এই পুলিশেরই পূর্বপুরুষেরা দ্বীধাহীনভাবে নিজ জীবনের তোয়াক্বা না করে
অস্ত্র তুলে নিয়েছিলেন, সেই তারা
একজন জীবন উৎর্সগ করা বীর উত্তম-কন‍্যাকে গেজেটের প্রথম "চিকিৎসকে প্রদত্ত" অধিকার ভংগ করে ইচ্ছকৃত ভাবে movement
pass দেখতে চাইছেন। অশ্নীল মন্তব্য করছেন।

পুলিশ কি বোঝেন না,এই ভীতিকর সময়ে একজন
মহিলা চিকিৎসক সন্তানদের বাসায় রেখে কেন হাসপাতালে যান।

তিনি আপনার-
আমার মা-বাবা, প্রিয় সন্তান কেই চিকিৎসা দিতে যাচ্ছেন।

পুলিশের কি কর্তব্য নয়, ডাক্তারদের
বাধার বদলে,শ্রদ্ধার সঙ্গে তার পথ সুগম করা।

আমার কন্যা united হাসপাতালে করোনা বিভাগের specialist।

সে জানালো এই মাত্র সে police এর সদ‍্য প্রক্তন IG বা add IG জনাব খোদা বকস সহ খারাপ রুগীদের সারা রাত জেগে চিকিৎসা প্রদান ও নজরদারী করে বাসায় ফিরল
সকালে। তার বচ্চারা সবাই খুব ছোট।

সপ্তাহে ৩ রাত সে মুহূর্তের জন‍্য চোখ বুজতে
পারেনা। আর করনায় আক্রান্ত হবার ভয় ত থাকলই।

আসার পথে সে পুলিশের ফাড়িতে পড়ে। একজন সৌম্য police inspector তাকে দেখে ও তার পরিচয় পত্র দেখে

তাৎক্ষণিক ছেড়ে দেন এবং উল্টো কভিট থেকে সাবধানে
থাকার আন্তরিক উপদেশ দেন। সে খুব আপ্লুত বোধ করে।

ভাবি বিচিত্র পৃথিবীতে কত মন্দ, ভালোর সমাবেশ।

অধ্যাপক ড: মুজিবুল হক
fcps frcp(uk) ddv(austria)
popular hospital & diagnostic
dhanmondi

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়