Dr. Aminul Islam

Published:
2021-04-22 16:45:50 BdST

বাংলাদেশীদের তিন কোটি ডোজ দেবে রাশিয়া


 

ডেস্ক
--------------------
অতিমারীর হাত থেকে বাংলাদেশিদের জীবন রক্ষায় ভারতবর্ষের পর এবার পাশে দাঁড়িয়েছে রাশিয়া। মুক্তিযুদ্ধে যেভাবে দুই দেশ বাংলাদেশের জন্য অতন্দ্র সহায়তা দিয়েছে,  অতি মারীতেও সেই মহান ধারা অব্যাহত রাখলো।

রাশিয়ার টিকার বিষয়ে বিদেশ সচিব মাসুদ বিন মোমেন গত মঙ্গলবার স্বাস্থ্যসেবা সচিব লোকমান হোসেন মিয়াকে একটি জরুরি চিঠিতে বলেন, রাশিয়ার কাছ থেকে স্পুতনিক-ভি টিকা সংগ্রহের চেষ্টা তাঁরা অব্যাহত রেখেছেন। রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত সেখানকার ম্যানেজমেন্ট কোম্পানি অব রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড বা সিআরডিআইএফ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা বাংলাদেশকে আগামী মে থেকে আগস্ট পর্যন্ত ৪০ লাখ, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ২ কোটি ও ২০২২ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ ডোজ টিকা দিতে আগ্রহ দেখিয়েছে। টিকার বিষয়ে তথ্য পাওয়া ও চুক্তি করতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়