ডেস্ক

Published:
2021-04-21 18:44:38 BdST

যারা দু ডোজ সফলভাবে নিয়েছেন তাদের সংক্রমন নেই বললেই চলে


ডেস্ক 

-------------------------
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ  ও বাংলাদেশের  বরেণ্য চিকিৎসক  অধ্যাপক ডা. ভাস্কর সাহা জানিয়েছেন, যারা দু ডোজ টীকা সফলভাবে নিয়েছেন তাদের সংক্রমন নেই বললেই চলে।

 

তিনি এক লেখায় বিস্তারিত তথ্য তুলে ধরে লেখেন,

হতাশ হবেন না
একসময় কলেরায় গ্রামকে গ্রাম উজার হয়ে যেতো
স্যালাইনের আবিষ্কার তা রোধ করেছে।
গুটি বসন্ত,জল বসন্ত, হাম, শিশু টিটেনাস পলিও রোগ এখন দুষ্প্রাপ্য
ছয় রোগের সফল টীককরণ এসব রোগকে প্রায় নিঃশ্চিহ্ন করেছে।
সার্স, মার্স, এবোলা এসেছিল টিকতে পারনি।
করোনাও টিকবে না সময়ের অপেক্ষা মাত্র।
এখনই দেখুন যারা দু ডোজ টীকা সফলভাবে নিয়েছেন তাদের সংক্রমন নেই বললেই চলে।
এবার দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের মৃত্যু অনেক কম কারণ তারা প্রায় সবাই টীকার আওতায় এসেছেন।
দেশের সত্তর ভাগ মানুষ রোগে বা টীকায় হার্ড ইম্যুনিটি ডেভোলপ করলেই আমরা মুক্তি পাবো।

ততোটুকু সময় সাস্থ্যবিধি মেনে চলি

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়