ডেস্ক

Published:
2021-04-20 20:32:29 BdST

মৈত্রী এক্সপ্রেসে ডাক্তার পরিচয় দেওয়ার পর যা ঘটলো বাংলাদেশি ডাক্তারের কপালে


 

 

ডেস্ক 

--------------------

ডা. শেখ মুনীর। সজ্জন লোক সেবী।

বাংলাদেশের প্রথিতযশ চিকিৎসক।  তিনি বয়ান করেছেন তাঁর এক ভ্রমণ অভিজ্ঞতা র কথা।

দুই বাংলা র সংযোগ ট্রেন মৈত্রী এক্সপ্রেস করে ভ্রমণ করছিলেন। নিতান্তই বাধ্য হয়ে কলকাতায় ডাক্তার পরিচয় দিয়েছেন। 

তাতে কেমন আতিথেয়তা পেলেন,  নাকি গলাধাক্কা পেয়েছিলেন, তার বিবরণ জানালেন এক লেখায়। 

ডা শেখ মুনীর লিখেছেন

 

বেশি দুরে যাওয়ার দরকার নেই, ২০১১ ট্রেন যোগে (মৈত্রী) কোলকাতা যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল, ঢাকা থেকে যাওয়ার পথে আমাদের দেশের স্বাভাবিক আচরণ পেলাম। আসার সময় কোলকাতা থেকে টিকিট কাটার সময় লাইনে দাড়ানোর সময় (লাইনে তখন অনেক সাদা চামড়ার টুরিস্ট থাকা সত্বেও) ফর্মে পেশা ডাক্তার লেখা থাকায় আমাকে উর্ধ্বতন কর্মকর্তা বিশেষ ভাবে তার টেবিল নিয়ে গিয়ে বসিয়ে নিজে টিকিট আনলেন এবং সবিনয়ে র সাথে অনুরোধ করলেন যাত্রা পথে কোন প্রকার মেডিকেল এমারজেন্সি হলে আমি যেন ডাকলে সাড়া দিই।


যাত্রা পথে ট্রেনে মাথার উপর ল্যাগেজ পড়ে এক যাত্রী অজ্ঞান হয়ে গেলে ট্রেনের সিনিয়র এটেন্ডেন্ট এসে বিনয়ের সাথে রোগীটি দেখার অনুরোধ জানালেন । চিকিৎসা দেওয়ার পর বাংলাদেশী রোগীর কৃতজ্ঞতা বোধ দেখিনি (অভিজ্ঞতা থেকে আশাও করিনি)।

কিন্তু ট্রেনের  সকল ভারতীয় কর্মকর্তার কৃতজ্ঞতা আর বিনয়াবনতা দেখে মনে হয়েছিলো তাদের কী যেন মহত্তম কাজ  করে দিয়েছি।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়