Dr. Aminul Islam

Published:
2021-04-18 16:00:17 BdST

জাতীয় মানসিক স্বাস্হ্য ইনস্টিটিউটের আজ জন্মদিন


 

ডেস্ক
---------------------


জাতীয় মানসিক স্বাস্হ্য ইনস্টিটিউটের আজ জন্মদিন।
এদিনে ১৮ই এপ্রিল ২০০১তারিখে এটি প্রতিষ্ঠা লাভ করে।
নানা চড়াই উৎরাই পেরিয়ে জাতীয় মানসিক স্বাস্হ্য ইনস্টিটিউট এখন বাংলাদেশের  সেরা মনোরোগ চিকিৎসা প্রতিষ্ঠান।
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন এক শুভেচ্ছা লেখায় বলেন, এ জন্ম দিন আমাদের চিকিৎসক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি নবীন মনোরোগ চিকিৎসকদের শেখার বিদ্যাপীঠ। মনোরোগ সেবা র অনন্য আরোগ্যালয়। চিকিৎসক হিসেবে এই মহতী প্রতিষ্ঠানে
আমিও যুক্ত ছিলাম। সে এক সোনালী স্মৃতির অধ্যায়।
এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এক নজরে জাতীয় মানসিক স্বাস্হ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা

প্রতিষ্ঠানের নাম: জাতীয় মানসিক স্বাস্হ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা

প্রতিষ্ঠাকাল: ১৮ই এপ্রিল ২০০১

উদ্বোধন: শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মোট ভূমির পরিমাণ: ১.৭৯ একর

শয্যা সংখ্যা: ২০০টি

 

চিকিৎসা সেবাঃ

আন্তঃবিভাগ

এডাল্ট সাইকিয়াট্রি বিভাগঃ ইউনিট-১, ইউনিট-২

চাইল্ড, এ্যাডোলেসেন্ট এন্ড ফ্যামিলি সাইকিয়াট্রি বিভাগঃ ইউনিট-১, ইউনিট-২

জেরিয়াট্রিক এন্ড অর্গানিক সাইকিয়াট্রি বিভাগঃ ইউনিট-১, ইউনিট-২

কমিউনিটি এন্ড সোসাল সাইকিয়াট্রি বিভাগঃ ইউনিট-১, ইউনিট-২

ফরেনসিক সাইকিয়াট্রি বিভাগঃ ইউনিট-১, ইউনিট-২

ক্লিনিক্যাল সাইকোলজি, সাইকোথেরাপি এবং সাইকিয়াট্রিক সোসাল ওয়ার্ক বিভাগঃ ইউনিট-১, ইউনিট-২

এডিকশন সাইকিয়াট্রি বিভাগঃ ইউনিট-১, ইউনিট-২

 

বহিঃর্বিভাগঃ

সকাল ৮টা হতে দুপুর ২.৩০টা পর্যন্ত (সরকারী ছুটির দিন ব্যতিত)

 

সহযোগী বিভাগঃ

রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ

ল্যাবরেটরী মেডিসিন বিভাগ

এ্যানেসথেসিওলজি বিভাগ

সমাজ কল্যাণ বিভাগ

 

বিশেষ ক্লিনিক সেবাঃ (ছুটির দিন ব্যতিত)

পেইন ক্লিনিক (শনিবার)

সেক্স ক্লিনিক (রবিবার)

চাইল্ড গাইডেন্স ক্লিনিক (সোমবার ও বুধবার)

অটিজম ক্লিনিক (সোমবার)

জেরিয়াট্রিক ক্লিনিক (মঙ্গলবার)

মাদকাসক্তি ক্লিনিক (বুধবার)

সূচীবাঈ বা ওসিডি ক্লিনিক (বৃহস্পতিবার)

ট্রমা কাউন্সেলিং সার্ভিসেস (বৃহস্পতিবার)

নিউরোটিক গ্রুপ থেরাপি (রবিবার)

সাইকোএডুকেশন গ্রুপ থেরাপি (সোমবার)

প্যারেন্টিং গ্রুপ থেরাপি (বুধবার)

সূচীবাঈ বা ওসিডি গ্রুপ থেরাপি (বৃহস্পতিবার)

 

ডে-হসপিটালঃ

সকাল ৮.৩০টা হতে ২.০০টা পর্যন্ত (ছুটির দিন ব্যতিত)

 

অকুপেশনাল থেরাপি বা পুনর্বাসন সেন্টারঃ

স্নাতকোত্তর শিক্ষা সুযোগ

এম.ডি রেসিডেন্সি কোর্স-ইন-সাইকিয়াট্রি

এম.ডি কোর্স-ইন-সাইকিয়াট্রি

কোর্স-ইন-সাইকিয়াট্রি নার্সিং (প্রক্রিয়াধীন)

 

প্রশিক্ষণ সুযোগ

এফসিপিএস সাইকিয়াট্রি এর প্রশিক্ষণ

এম.ডি. সাইকিয়াট্রি এর প্রশিক্ষণ

এমসিপিএস সাইকিয়াট্রি এর প্রশিক্ষণ

এফ.ফিল. সাইকিয়াট্রি এর প্রশিক্ষণ

দেশী-বিদেশী চিকিৎসক, সাইকোলজিস্ট, নার্সেস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্যারিয়ার প্রশিক্ষণ

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, সোসাল ওয়েলফেয়ার, সাইকিয়াট্রিক সোসাল ওয়ার্ক, অকুপেশনাল থেরাপিসহ অন্যান্য ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ

প্রাইমারী হেলথ কেয়ার ফিজিশিয়ান ও জেনারেল ফিজিশিয়ান, হেলথ ওয়ার্কার, ইমাম, শিক্ষক, এন.জি.ও ওয়ার্কারসহ মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ

 

গবেষণা সুযোগ

প্রতিষ্ঠানের উদ্যোগে মানসিক রোগ ও মাদকাসক্তিসহ সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত গবেষণা

স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণা

কর্মকর্তা / কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে গবেষণা

 

প্রকাশনা, ম্যানুয়াল ও গাইডবুক

জার্নাল অব ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ

দূর্যোগ পরবর্তি মনোসামাজিক পরিচর্যা-নির্দেশিকা

ম্যানুয়াল অন মেন্টাল হেলথ ফর প্রাইমারী হেলথ কেয়ার ফিজিসিয়ানস

ম্যানুয়াল অন মেন্টাল হেলথ ফর নার্সেস

ম্যানুয়াল অন মেন্টাল হেলথ ফর হেলথ ওয়ার্কারস

ইন্ট্রিগ্রেশন অব মেন্টাল হেলথ উইথ প্রাইমারী হেলথ কয়ার

ফ্যামিলী গাইড বুক

শিশু বিকাশ ও চিকিৎসা সহায়িকা

মানসিক ও মাদকাসক্তিসহ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রকাশনা

 

সৌজন্যেঃ পরিচালক, এনআইএমএইচ, ঢাকা

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়