Dr. Aminul Islam

Published:
2021-03-23 19:28:32 BdST

মহামারী মোকাবেলায় জীবনদায়িনী ৫ নারী


অধ্যাপক ডা শুভাগত চৌধুরী 

বাংলাদেশের স্বাস্থ্যাচার্য

-------------------------------------------

পাঁচজন নারীর অবদান করোনা কালে আমাদের সুরক্ষার জন্য

১। ড অজলাম তুরেসি , বায়এনটেক এর সহ প্রতিষ্ঠাতা । তাঁর কোম্পানি ফাইজারের সঙ্গে মিলে তৈরি করল কো ভি ড ১৯ টিকা ,। কার্যকারিতা ৯৫ %


২। প্রফেসার সারাহ গিলবারট । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভেকসিন বিশেষজ্ঞ । অক্সফোর্ড / এস্ত্রাজেনিকা ভেকসিন যে দল ডিজাইন করলেন এদী নেতৃত্বে ছিলেন গিলবারট । উন্নয়নশীল দেশ গুলোর জন্য এই ভেকসিন খুব গুরুত্ব পূর্ণ । কারন একে সহজে সং রক্ষণ করা যায় । বর্তমানে দক্ষিণ আফ্রিকা ভেরিয়েনট এর বিরুদ্ধে লড়াই করার
জন্য ভেকসিন হাল নাগাদ করার কাজ করছেন গিলবারট। 


৩। নিমা কাসেজী
কেনিয়ার সারজিকেল টিমের রিসার্চ গ্রুপের প্রতিষ্ঠাতা । কেনিয়ার সিয়ারা অঞ্চলে সংক্রমণ ভূমিতে নামানোর জন্য ডিজিটে্ল হাতিয়ার আর ট্রেনিং স্কিম ব্যবহার করেন । এতে সংক্রমণ নেমে এল এক মিলিয়নে মাত্র কয়েক শ ।


৪। ডা সৌম্য স্বামী নাথন । বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী ।
বিশ্ব জুড়ে ভেকসিন উৎপাদন তিনি সমন্বয় করেন। আর বিশ্বে আহবান জানান ভেকসিন সম ভাবে আর ন্যা য় ভিত্তিক বিতরনের
জন্য ।


৫। প্রফেসার দেবি শ্রিধার
এ ডিনবরা বিশ্ব বিদ্যালয়ের গ্লোবাল পাবলিক হেলথের চেয়ারমান।
গত বছরে কো ভি ড ১৯ এর বিষয়ে তিনি হয়েছেন একজন বিশেষজ্ঞ পণ্ডিত । আর গন প্রচার মাধ্যমে এক অবিরাম পরিচিত মুখ। তার বক্তব্যের মুল সুর ছিল কেন গোত্র আর ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ অনেক বেশি ঝুকিতে ।
করোনা অতিমারিতে আমাদের নায়ক নায়িকাদের সন্ধান করা উচিত ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়