Dr. Aminul Islam

Published:
2021-01-21 22:31:34 BdST

জনগনকে উৎসাহিত করতে টিকা নেবেন ভারত প্রধানমন্ত্রী : বাংলাদেশের অর্থমন্ত্রীও নেবেন


 ভারত প্রধানমন্ত্রী ও  বাংলাদেশের অর্থমন্ত্রী ফাইল ছবি 

ডেস্ক

_______________

উপমহাদেশবাসীকে টিকায় আরও বেশি আগ্রহী করে তুলতে ভারত বর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং করোনার টিকা নেবেন বলে জানা গেছে । বাংলাদেশের মন্ত্রী সভার জ্যেষ্ঠ সদস্য, অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামালও টিকা নেবেন বলে নিজেই গণমাধ্যমকে জানান।

টিকা নিয়ে কুসংস্কারগ্রস্থ পশ্চাদপদ মানুষের ভ্রান্ত ধারণা কাটাতে সরকারি প্রচার প্রসার  সূচনা করলেন ভারতবর্ষের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টিকা নেবেন। টিকা নেবেন পঞ্চাশোর্ধ্ব কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।


সরকারি সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম ভারত প্রধানমন্ত্রীর টিকা নেওয়ার এই খবর জানিয়েছে।

বাংলাদেশে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘টিকা আসাটা ভালো খবর। আমাদের অনেকের বয়স বেশি হয়েছে। সবাই টিকা পেয়ে গেলে ভালো অনুভব হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে যে প্রচেষ্টা চলছে, তা এগিয়ে নিতে পারব। এতে সফলতার স্বাক্ষর রাখতে পারব বলে বিশ্বাস করি।’

ক্রয় কমিটির সভা শেষে অনলাইনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, আমি টিকা নেব। অবশ্যই নেব। প্রয়োজনে সবার আগে টিকা নেব। আমার বয়স হয়েছে, আমার টিকা দরকার। সরকার যেটা আনবে, সেই টিকাই নেব।’


উল্লেখ্য, উপহার হিসেবে ২০ লাখ করোনার টিকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে ভারত। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে পৃথকভাবে করোনার টিকার দুটি বক্স তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

উপহারের টিকার বাইরে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মার চুক্তি রয়েছে। অনলাইনে নিবন্ধন ছাড়া কাউকে করোনার এই টিকা দেবে না বাংলাদেশ সরকার। রাজধানীর চারটি হাসপাতালে এ মাসের শেষ দিকে টিকাদানের মহড়া বা ড্রাই রান হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়