Dr. Aminul Islam

Published:
2021-01-21 12:53:15 BdST

এই সময়ের সবচেয়ে বড় খবর, বাংলাদেশে এসে গেছে করোনার টিকা


ডেস্ক 

_________________

এই সময়ের সবচেয়ে বড় খবর, বাংলাদেশে এসে গেছে করোনার টিকা।

বহুল আকাঙ্ক্ষিত করোনার টিকা এখন খোদ ঢাকায় । ভারতের মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে করোনা ভাইরাসের টিকা বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছায়।

বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা (ভ্যাকসিন) দিচ্ছে ভারত। এর মধ্যে ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ টিকা মুম্বাই থেকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে পুলিশের স্কট টিম করোনার টিকাগুলো কাভার্ড ভ্যানে করে তেজগাঁও জেলা ইপিআই স্টোরে পৌঁছে দেবে।
এখন এসব কাভার্ড ভ্যানে টিকার চালান তোলা হচ্ছে।


দুপুরে দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করা হবে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়