Dr. Aminul Islam

Published:
2021-01-08 15:11:57 BdST

অসুস্থ কর্মী দরজা খুলে দেখলেন, বাইরে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন রতন টাটা


 

ডেস্ক 

___________________

ভারতীয় বিজনেস টাইকুন ও শীর্ষ ধনী রতন টাটা নিজেই অসুস্থ সাবেক কর্মীর স্বাস্থ্যের খবর নিতে হাজির হলেন তার বাড়িতে। 

হাত জোড় করে অনন্য ভব্যতা দেখালেন। 

এমন সভ্য অাচরণ তাঁর পক্ষেই সম্ভব। 

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, বেশ কয়েক বছর আগে চাকরি ছেড়েছেন এক কর্মচারী। গত দুই বছর ধরে তিনি অসুস্থ। সামাজিক যোগাযোগ মাধ্যম লিকডইন-এ সেই ব্যক্তির অসুস্থতার খবর শুনে ঠিকানা যোগাড় করে বোম্বে থেকে পুনের ফ্রেন্ডস সোসাইটিতে যান রতন টাটা। কোনো রকম মিডিয়ার উপস্থিতি ছাড়াই কর্মচারীর বাড়ির সামনে উপস্থিত হন। দরজা খুলতেই কর্মচারী দেখেন হাত জোড় করে দাঁড়িয়ে আছেন রতন টাটা। সেই ছবিটিই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।


এ অবস্থা দেখে হকচকিয়ে যান সেই কর্মচারী। তার অসুস্থতার খোঁজখবর নেন। তার চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি নেন। পরে বোম্বে ফিরে আসেন রতন টাটা।

 জি নিউজ জানিয়েছে, ২৬/১১ হামলায় স্বজন হারানো ৮৮০টি পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রতন টাটা। সেই পরিবারের শিশুদের পড়াশোনার খরচ বহন করবেন বলেও জানিয়েছিলেন তিনি। এমনকি বাড়ির বয়স্ক সদস্যদের চিকিত্সার খরচও বহন করেছিলেন।

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়