Ameen Qudir

Published:
2017-02-01 15:51:35 BdST

ডাক্তারের লাইসেন্স বাতিল নাকচ ভারতীয় সুপ্রিম কোর্টের: ডাক্তাররাও তো মানুষ


 

 

 

ডাক্তার প্রতিদিন ডেস্ক
______________________


চিকিৎসায় গাফিলতির ঘটনায় চিকিৎসকের লাইসেন্স বাতিল হবে না, সাফ বলে দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহার ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এক রায়ে জানায়, চিকিৎসকেরাও মানুষ। তাঁদের চিকিৎসায় গাফিলতি ছিল কি না, সেটা শুধু ঈশ্বর বলতে পারেন। সেই জন্য তাঁদের লাইসেন্স বাতিল করা যায় না।


বস্তুত, চিকিৎসকদের রেজিস্ট্রেশন বা লাইসেন্স বাতিলের আর্জি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।

মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সচিব রিনা নায়ারের কথায়, ‘‘ঘটনা কতটা গুরুতর, তাতে চিকিৎসকদের ইচ্ছাকৃত ভুল কতটা ছিল, তার উপর বিচার নির্ভর করে। শীর্ষ আদালতের রায় মাথা পেতে নিতে হবে।’’

ভুল চিকিৎসায় চিকিৎসকের লাইসেন্স বাতিল হবে না বলে সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষাপটে কিন্তু রয়েছে বহু চর্চিত সেই অনুরাধা সাহা মামলা। ১৯৯৮ সালে বিরল ধরনের ত্বকের অসুখে মৃত্যু হয়েছিল ওই মহিলার। রাজ্য মেডিক্যাল কাউন্সিল তিন চিকিৎসককে নির্দোষ বললেও তাঁদের
দোষী বলেছিল ‘মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া’। ২০০৯ সালে সুপ্রিম কোর্ট-ও রায় দেয়, ওই মহিলার মৃত্যুর ক্ষেত্রে তিন চিকিৎসকের গাফিলতি ছিল।

ওই তিন জন ও কলকাতার একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণও দিতে বলে শীর্ষ আদালত। তিন জনের মধ্যে দু’জন চিকিৎসকের ১০ লক্ষ টাকা করে ও তৃতীয় জন চিকিৎসকের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ধার্য হয়। বেসরকারি হাসপাতালের ক্ষতিপূরণ ধার্য হয় ৫ কোটি ৭১ লক্ষ টাকা।

কিন্তু অনুরাধাদেবীর স্বামী, চিকিৎসক কুণাল সাহা ওই তিন চিকিৎসকের লাইসেন্স বাতিলের দাবিতে ফের সুপ্রিম কোর্টে আবেদন করেন। আদালত তার রায়ে বলেছে, ‘‘ঘটনাটি ১৯ বছরের পুরনো। ইতিমধ্যে ওই চিকিৎসকেরা শাস্তি পেয়েছেন, সমাজে তাঁদের সম্মান নষ্ট হয়েছে। তাঁরা প্রচুর টাকা ক্ষতিপূরণও দিয়েছেন। এ বার কুণালবাবুর ক্ষান্ত হওয়া উচিত।’’

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, ‘‘বিচারকরাও মানুষ। আমাদেরও তো ভুল হতে পারে। যদি আমরা চিকিৎসকদের ভুলের জন্য লাইসেন্স বাতিল করার কথা বলি, তা হলে কী বার্তা যাবে?’’

অনুরাধা সাহা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর অস্বস্তিতে পড়েছিল দেশের চিকিৎসক মহল। অনেকেরই তখন বক্তব্য ছিল, চিকিৎসকেরা জেনেশুনে কখনও রোগীর ক্ষতি করতে চান না, বরং রোগীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেন। কিন্তু তাঁরাও মানুষ, তাঁদের চেষ্টা সব ক্ষেত্রে সফল না-ও হতে পারে। সে ক্ষেত্রে তাঁদের অপরাধীর পর্যায়ে ফেলা যায় না বলে সওয়াল করেছিলেন চিকিৎসকেরা।

সেই মামলার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম নির্দেশের পর স্বস্তিতে বহু চিকিৎসক।

তথ্য সূত্র : কলকাতার গন মাধ্যম।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়