Dr. Aminul Islam

Published:
2020-11-29 04:11:45 BdST

আগত ভ্যাকসিনদের তুলনা মুলক চিত্র


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী  
__________________________

আগত ভ্যাকসিনদের তুলনা মুলক চিত্র
১। ফাইজার বায়এন টেকের ভ্যাকসিন ।
আর এন এ ভ্যাকসিন । দুটো মাত্রা । ৯০ % কার্যকর দাবি । সংরক্ষণ মাইনাস ৭০ ডিগ্রি ।
২। মডারনা । আর এন এ ভ্যাকসিন । দুটো মাত্রা । ৯৫% কার্যকর দাবি । মাইনাস ২০ ডিগ্রি ছয় মাস।
৩। অক্সফোর্ড উনি এস্ত্রা জেনেকা । ভাইরেল ভেক্টর ভ্যাকসিন । দুই মাত্রা । জোরালো ইম্মুন প্রতিক্রিয়া । ৭০ - ৯০ % কার্যকর দাবি। নিয়মিত ফিজ তাপমানে সংরক্ষণ ।
৪। গামালিয়া (স্পুটনিক V) ভাইরেল ভেক্টর ( জিন প্রযুক্তি ) দুই মাত্রা , ৯২ % কার্যকর দাবি । সংরক্ষণ নিয়মিত ফ্রিজ তাপ মান ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়