Ameen Qudir

Published:
2017-01-30 16:32:41 BdST

১ লক্ষেরও বেশী রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ৯৫ বছর বয়সী ডাক্তার দাদী



ডা. অজয় কর
_____________________


১৯৪৮ সাল থেকে দরিদ্রের বন্ধু তিনি। আজ পর্যন্ত ১ লক্ষেরও বেশি রোগীর চিকিৎসা করেছেন বিনামূল্যে। এঁদের মধ্যে বেশির ভাগই দারিদ্রসীমার নীচে থাকা মহিলা। নিজের শহর ইন্দোর ছাড়াও গুজরাত ও রাজস্থানের অসংখ্য মহিলার প্রসব সম্পূর্ণ
বিনামূল্যে করিয়েছেন সকলের ডক্টর দাদি। কেরিয়ারের শুরু থেকেই ইন্দোরের প্রথম বিনামূল্যে চিকিৎসাকারী গাইনকোলজিস্ট হিসেবে পরিচিত হয়ে ওঠেন। কিন্তু জনপ্রিয়তা কোনও পুরস্কার বা স্বীকৃতি থেকে আসেনি। এসেছে দশকে পর দশক ধরে দরিদ্রদের প্রতি তাঁর ভালবাসা ও সেবার মধ্যে দিয়ে।

ইন্দোরের এমজিএম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন ভক্তি যাদব। সরকারি হাসপাতালের চাকরি প্রত্যাখ্যান করে কাপড়ের মিলের দরিদ্র শ্রমিকদের স্ত্রীদের চিকিৎসা করতে নন্দলাল ভাণ্ডারি মেটারনিটি হোমে যোগ দেন। বেশ কয়েক বছর এই হোমে প্রধান চিকিত্সক হিসেবে কাজ করার পর ইন্দোরের পরদেশিপুরায় নিজের নার্সিং হোম গড়ে তোলেন।

৬৮ বছর ধরে মানুষের পাশে থাকাকে স্বীকৃতি জানাতে তাঁকে পদ্মসম্মানে ভূষিত করছে দিল্লী কেন্দ্রীয় সরকার।

 

ডাক্তারদাদীকে ডাক্তার প্রতিদিনের পক্ষে সম্মাননা জানাতে সম্পাদক ডা. সুলতানা আলগিন ও টিম ইন্দোরে যাচ্ছেন বলে জানা গেছে।

___________________

ডা. অজয় কর , কলকাতা ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়