Dr. Aminul Islam
Published:2020-11-07 02:15:50 BdST
মরেও জীবনের আলো যিনি করে গেলেন দান
ডেস্ক
____________
শ্যামল ভট্টাচার্য জ্ঞানের আলো ছড়িয়েছেন সারাজীবন । শেষ ইচ্ছা অনুযায়ী, এবার মৃত্যুর পর তাঁর লাশ চিকিৎসাবিদ্যায় কাজে লাগানোর জন্য দান করা হলো বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজে। বৃহস্পতিবার তাঁর লাশ কলেজের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্যামল ভট্টাচার্যের ছোট ছেলে অভ্র ভট্টাচার্য বলেন, বাবার দেহদান–সংক্রান্ত কাগজপত্র জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।
বড় ছেলে পেশায় ডাক্তার ।
শ্যামল ভট্টাচার্য গত বুধবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বার্ধক্যজনিতসহ নানা কারণে অসুস্থ হলে তাঁকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১ নভেম্বর তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম বলেন, শ্যামল ভট্টাচার্যের লাশ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ বেলা পৌনে দুইটার দিকে তাঁর পরিবারের সদস্যরা কাগজপত্র হস্তান্তর করেছেন। তাঁর দেহ চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের কাজে লাগানো হবে।
আপনার মতামত দিন: