Ameen Qudir

Published:
2017-01-29 20:57:07 BdST

ডাক্তার বাবাদের দু:খকষ্ট


 

ঘর ও বাহির সামলাতে হিমশিম এক ডাক্তারের মডেল মুখ।

 

 

ডা. শিরিন সাবিহা তন্বী
__________________________

আমাদের সমাজে আর দশটা বাবার থেকে ডাক্তার বাবা রা একটু যেন আলাদা ধাঁচে গড়া!জানি না এই কারনেই কিনা ডাক্তার বাবা গুলোর জন্য আমি যেন এক গভীর সহমর্মিতা অনুভব করি।
এক নারীর মেয়ে থেকে মা হওয়ার প্রক্রিয়াটা এতটাই জটিল আর রসায়ন ঘটিত যে সদ্য জন্ম নেয়া শিশুটির সাথেই নব্য মায়ের ও জন্ম হয়!কিন্তু প্রাকৃতিক নিয়মে বাবারা জন্ম নেয় না।বাবাদের তৈরী হতে হয়!এই তৈরী হওয়ার কঠিন অথচ মায়াময় পথ পরিক্রমা একটা ডাক্তার বাবাকে যেন কাঠগড়ায় দাঁড় করায়!
প্রতিটি ডাক্তার বাবার বুকের ছোট্ট কুটুরীতে তার সন্তান যতটা জুড়ে থাকে ততটাই থাকে সমাজের রুগী রূপী হাজারো শিশু!

অন্য বাবারা যখন নতুন শিশুর জন্ম উপলক্ষ্যে রাত জেগে বেসুরে গলায় তার সন্তানকে ঘুমপাড়ানী গান শোনায়,ডাক্তার বাবাটি তখন একলা শিশু আর তার মাকে ফেলে দূরের কোন হাসপাতালে রাতের ডিউটি দেয়।গভীর রাতে আসা রুগীর অপারেশন শেষে কোন রুগীর কেবিন থেকে শিশুর কান্না ভেসে এলে নিজের শিশুকে ভেবে দীর্ঘশ্বাস গোপন করে!

নিজের সন্তানের অসুস্থতায় হয়ত পোষ্ট গ্রাজুয়েশনের কন্টকাবৃত পথ পাড়ি দিতে দিতে বইয়ের ভাঁজে ব্যথিত পিতার দু'ফোটা চোখের জল লুকায়।
অন্য বাবারা যখন পহেলা বৈশাখ,বই বেলা,বানিজ্য মেলায় কিংবা ঈদে পার্বনে পালা করে সন্তানদের নিয়ে সপিং করেন,ট্যুর প্লান করেন,জন্মদিন সেলিব্রেট করেন - ডাক্তার বাবাটি তখন ভীষন ব্যস্ততায় ঘড়ির কাটায় চোখ বুলান।
যখন ডাক্তার বাবার থেকে অন্য ক্যাডারের জুনিয়র অফিসার সরকারী গাড়ী হাঁকিয়ে সন্তানকে স্কুলে ড্রপ করতে আসেন - মাথার ঘাম পায়ে ফেলে বহুবছর এক পদে থেকেও প্রাকটিস করে,সবগুলো বিকেলের বিনিময়ে এই বাবাটি ছেলেমেয়েকে গাড়ী কিনে দেন।

জীবনের সব কয়টা রঙ্গিন ছুটির দিনকে বিবর্ন করে ডাক্তার বাবাটি একটু প্রাচুর্যের মুখ দেখতে ছুটে চলে বহুদূর!কখন ও বা মৃত্যু কখন ও বা দুর্ঘটনা থমকে দেয় জীবনের গতি।তবু পথ চলা থামে না।
প্রচন্ড মমতা, ভালবাসা বুকে নিয়ে সন্তানের সাথে সময় কাটাবার প্রবল আকর্ষন,,দুর্বার আবেগ নিয়ে যে সকল ডাক্তার বাবারা সন্তানদের ছেড়ে সন্তানদের কাঁদিয়ে সন্তানদের বঞ্চিত করে বুকে পাথর বেঁধে ঝড়,বৃষ্টি,কুয়াশায়,ভূমিকম্পে,মহামারিতে,ছুটিতে,ঈদে,পূজা,পার্বনে আমাদের দেশের সব অসুস্থ মানুষদের সুস্থ করার মহান এবং কঠিন ব্রত নিয়ে সকলের পাশে আছে,,আপনার সন্তানটির ঘুমন্ত মুখে চুমো খেতে খেতে কিংবা শীতের চাদর টি টেনে দিতে দিতে সেই সব ডাক্তার বাবা আর তাদের ত্যাগী সন্তানদের জন্য হৃদয় নিংড়ানো একটু দোয়া একটু ভালবাসা নিবেদন করুন।আপনাদের এই ভালবাসার স্বীকৃতি ই তাকে তার এই মহান কার্য সাধনের পথটাকে সহজতর করে তুলবে!

সব ডাক্তার বাবাদের জন্য অনেক অনেক শুভকামনা !

______________________________

 

ডা. শিরিন সাবিহা তন্বী । দেশের জনপ্রিয় কলামিস্ট। মহৎপ্রতিভাবান কথাশিল্পী। মেডিকেল অফিসার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়