Amin Quadir

Published:
2020-10-01 02:07:20 BdST

২০ রকমের ক্যান্সার নির্ণয়ের জন্য আসছে নির্ভুল নতুন টেস্ট




অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
স্বাস্থ্যশিক্ষাচার্য
________________________

ক্যান্সার নির্ণয়ে র জন্য আসছে নির্ভুল নতুন টেস্ট।
২০ রকমের ক্যান্সার নির্ণয় করা যাবে । রক্তে মুক্ত ভাসমান ডি এন এ র মিথাইলেসন নমুনা চিন্হিত করবে । ডানা ফারবার ক্যান্সার ইন্সটিটিউট এর বিজ্ঞানীরা এই টেস্ট উদ্ভাবন করেছেন ।নেক্সট জেনারেসন সিকুএন্সিং টেকনোলজি ব্যবহার করে ডি এন এ সন্ধান করে দেখবে ছোট ছোট কেমিক্যাল ট্যাগ (মিথাইলেসন ) যা জিন গুলো সক্রিয় না নিষ্ক্রিয় এর উপর প্রভাব ফেলে । ৩৬০০ টি রক্তের নমুনা নেওয়া হয়েছে কিছু ক্যান্সার রোগী আবার কিছু যাদের রোগ নির্ণয় হয়নি রক্তের নমুনা নেয়ার সময় তেস্তত সফল ভাবে তুলে নিল ক্যান্সার সঙ্কেত ক্যান্সার রোগীদের নমুনা থেকে এবং যে টিস্যু থেকে ক্যান্সার হল তাও সনাক্ত করলো ।
এই টেস্ট সন্ধান করে ডি এন এ যেগুলো ক্যান্সার কোষ গুলো রক্তে ছেড়ে দেয় মরে যাওয়ার সময় । লিকুইড বায় প্সির সাথে তফাৎ হল এটি জিন মিউ টে শণ বা ক্যান্সার সম্নপর্কিত অন্য জিন পরিবর্তন খোঁজে বরং এই প্রযুক্তি জিন পরিবর্তন যেমন মিথাইলেশন খোজে । অস্বাভাবিক মিথাইলেশন নমুনা ক্যান্সারের সূচক । এর নির্ভুল মাত্রা ৯৯.৪ শতাংশ তাই এই টেস্ট হবে আরও কার্যকর।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়