Ameen Qudir

Published:
2017-01-28 15:49:35 BdST

রিকশাঅলার ডাক্তার


      

        ডা: জিয়া সাঈদ

 

 

মিলন ফারাবী
__________________

ইনি জিয়া সাঈদ। ডাক্তার। ছাপোষা ডাক্তার।
সেবার তাকে দরকার। কবিতা টবিতা লেখেন শুনেছি। একসময় পরিচয়ও ছিল। বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজে যখন তিনি পড়েন, ইনটার্ন করেন ; সেই আশির দশকের শেষে তখন শেবাচিমের ক্যাম্পাসে বহিরাগত হিসেবে ধুলোতে আমরা গড়াগড়ি খাই। পরিচয় হয় তখনই।


শুনলাম , ঢাকাতেই আছেন। ভাবলাম, এতদিনে মস্ত ডাক্তার হয়েছেন নিশ্চয়ই। কখন কি কাজে লাগে। পরিচয়টা আবার ঝালিয়ে নেয়া ভাল।

কখন কসাই দরকার হয় !
এখন তো ডাক্তাররা কসাই বলে পরিচিত। একটা কসাই পরিচিত থাকা ভাল। কাজে লাগবে।


তাঁর খোঁজে বাসাবো সবুজবাগ গেছি। সমস্যা হল, তার ঠিকানা জানা নাই।

ভাবলাম, ওষুধ দোকানে জিজ্ঞেস করে নিলে হবে। এসব ডাক্তাররা ওষুধে দোকানের ওপর চলে। কমিশনটমিশন খায় নিশ্চয় । ওষুধ দোকানদাররা ঠিক চিনবে।
বাসাবো গিয়ে ওষুধঅলাদের কাছে গেলাম।

জিয়া সাঈদ নাম বলতেই
তারা আমায় রীতিমত ভড়কে দিয়ে বললো- রিকশাঅলাকে জিজ্ঞেস করুন।


অবাক হলাম, রিকশাঅলা কেন নাম জানবে।
ওষুধঅলা ফাজলামি করছে না কি!


ওষুধ অলা আবারও বললো- সে তো রিকশাঅলাদের ডাক্তার।
ধ্যাত্তেরি, রিকশাঅলাদের ডাক্তার হয় নাকি!

তবুও কৌতুহলে রিকশাঅলাদের কাছে জানতে চাইলাম।

 

রিকশাঅলারা চওড়া করে হাসলো। পারলে বিনে পয়সায় রিকশায় করে তার বাসায় নিয়ে যায়।
ভাবলাম, ভাল পসার জমিয়েছে এই ডাক্তার। রিকশাদালালও রেখেছে।

ভুল ভাংতে সময় লাগল না।
যেতে যেতে রিকশাচালক বলল- এলাকার সব গরীবের ডাক্তার সাব তিনি। ফিস নেন না।


সেবার এই ডা: জিয়া সাঈদ সম্পর্কে অনেকটা জানার সুযোগ হল। রিকশাঅলাদের কাছে। এলাকার মানুষের কাছে। তিনি এলাকার মানুষের সর্বপ্রিয় ডাক্তারও। গরীব মজুর থেকে খেলার মাঠ ; সব জায়গায় লোকপ্রিয় জিয়া ডাক্তার।
এই গরীবের ডাক্তার জিয়া সাঈদের আরেক পরিচয় তিনি আগাগোড়া কবি। সেই বরিশাল মেডিকেলে পড়ার সময় থেকে তিনি শহর কাঁপানো সুকান্ত ভট্টাচার্য।
জিয়া সাঈদ চিকিৎসাসেবার কবি। বাস্তবেও কবি।
গত বইমেলায় তার কবিতার বই বের হয়েছে । অচিন নান্দীকর। বইটি ছিল বেস্ট সেলার।

আমরা সবসময় ডাক্তারদের গাল পাড়তে খুব ওস্তাদ। তাদের কসাই, নাপিত , শাইলক -- যা মন চায় বলি। কিন্তু এই মহাধান্দার ঢাকা শহরে রিকশালার ডাক্তারও আছে।মানুষের ডাক্তারও আছে। লোকপ্রিয় সর্বপ্রিয় ডাক্তারও আছে। সেটাও সত্যি। সেকথা যেন ভুলে না যাই।

_________________________

লেখক মিলন ফারাবী। কথাশিল্পী। 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়