Ameen Qudir

Published:
2017-01-27 14:00:44 BdST

অভিনব প্রতারণা : টার্গেট ব্যস্ত ডাক্তার


ডা. রোমেল শাহাদৎ হোসেন
__________________________

সকাল বেলা কাজের মাঝেই মোবাইলে মেসেজের শব্দ পেলাম। কাজ শেষে মেসেজ দেখলাম, বিকাশে ৫০০০ টাকা এসেছে।
"bKash
Cash In Tk 5,000.00 from 01847149006 successful. Fee Tk 0.00. Balance Tk 5,431.75. TrxID 6419224915 at 25/01/2017 10:16
From:
bKash
25/01/2017
10:16"
মেসেজ পড়া শেষে কাজে ব্যস্ত হয়ে গেলাম।

দুপুর ৩টার পরে কাজে ব্যস্ত ছিলাম, আবারো মেসেজের শব্দ। মেসেজ না দেখেই রেখে দিলাম ফোন। কিছুক্ষণ পরে অচেনা নম্বর থেকে ফোন এলো। রিসিভ করার পরে ওপ্রান্ত থেকে বললো " ভাই আমি এক দোকানদার। সকালে আমার দোকান থেকে আপনার নম্বরে ৫০০০ টাকা পাঠানো হয়েছিলো। পেয়েছেন তো?" আমি বললাম "পেয়েছি।" তখন সে বললো " আপনার নম্বরটা আমার খাতায় লেখা ছিলো, একটু আগে ভুলে আরেকজনের ৫৩০০ টাকা আপনার নম্বরে আবার চলে গেছে। আপনার কাছে মেসেজ গেছে, দেখেন"।
আমি মেসেজ ওপেন করে দেখলাম ৫৩০০ টাকা এসেছে। আমার টোটাল ব্যলেন্স ১০৭৭১.৭৫ টাকা হয়ে গেছে।


bKsch
Ceash ln Tk 5,300.00 from 01843299688 successful: Fee Tk 0.00. Balance Tk 10,771.75. TrxID: 6925589570 at home 25 / 01/2017 15:09
From:
bKsch
25/01/2017
09:05

আমি তাকে জানালাম,"হ্যাঁ টাকা এসেছে।"
তখন সে বিনয়াবতার হয়ে বললো " আপনি ২০০ টাকা মিষ্টি খাওয়ার জন্য রেখে অনুগ্রহ করে ৫১০০ টাকা আমার নম্বরে ফেরত পাঠিয়ে দিন। আমি ছোটখাট দোকান করি। আপনি টাকাটা না দিলে আমার লস হয়ে যাবে।"
আমি মিষ্টি খাওয়ার টাকা না রেখে তখুনি ৫২৯৫ টাকা তার নম্বরে পাঠিয়ে দিলাম।
তখন আবার মেসেজ এলো।
bKash
Send Money Tk 5,295.00 to 01823304468 successful. Ref 1. Fee Tk 5.00. Balance Tk 131.75. TrxID 6421241294 at 25/01/2017 15:10
From:
bKash
25/01/2017
15:10


সাথে সাথে মেসেজ আসায়, পড়ে দেখে তো আমি হতবাক! কারণ, আমার একাউন্ট ব্যালেন্স মাত্র ১৩১.৭৫ টাকা। থাকার কথা তো ৫৪৩১.৭৫ টাকা। ব্যাপারটা বুঝতে না পেরে বিকাশের কাস্টমার কেয়ারে ফোন করলাম। তারা ঘটনা শুনে বললো " আপনার ব্যাপারটার জন্য আমরা আন্তরিকভাবে দু:খীত! আপনি প্রতারক চক্র দ্বারা প্রতারিত হয়েছেন। আপনাকে যে মেসেজ টা দিয়েছে, সেটা ভাল করে চেক করুন।" আরো কিছু পরামর্শ দিলো।

তখন মেসেজটা ভালো করে পড়লাম। bKash এর বদলে bKsch লেখা। Cash এর বদলে Ceash লেখা। তখন তাড়াহুড়ো করে মেসেজটা ভালো করে না পড়ে এবং নিজের একাউন্ট ব্যালেন্স চেক না করে লোকটার কথায় বিশ্বাস করে টাকা পাঠিয়ে "প্রতারিত" হলাম।
পরামর্শ : ১) বিকাশ এর মেসেজ ভালো করে পড়বেন।
২) নিজ একাউন্ট ব্যালেন্স চেক করে টাকা পাঠাবেন সবসময়।
৩) কোন সন্দেহ হলে বা সমস্যায় পড়লে ১৬২৪৭ এ কল করবেন।

______________________________

ডা. রোমেল শাহাদৎ হোসেন । সিএমসি ২৮। চট্টগ্রামের লোকসেবী চিকিৎসক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়