Ameen Qudir

Published:
2017-01-24 14:52:50 BdST

ডিভোর্সি নারী সমাচার



 
ডা. মোশাররাত জাহান কণা
_______________________________

বিয়ে যে আর কয়টা করবে!

মেয়েটার ডিভোর্সের পর অবলীলায় বলে ফেলি আমরা । কেউ কেউ এক কাঠি উপরে ! তারা নাকি আগে থেকে ই বুঝতে পেরেছিল এই বিয়ে টিকবে না! এমন মেয়ে দিয়ে সংসার হয় না !

 

অথচ আমরা কেউ জানলাম না , উচ্চ শিক্ষিতা চাকরীজীবি মেয়েটা কত রাত চোখের পানি ফেলেছে নেশাগ্রস্থ স্বামীর অত্যাচারে ।
কত বার কলিগদের প্রশ্নের জবাবে - হাসি মুখে বলেছে
" আর বোলো না , পা পিছলে পরে গিয়েছিলাম কাল! "
আমাদের জানা হয় না , বিপথগামী স্বামী কে ফিরয়ে আনা কিংবা ভেঙ্গে যাওয়া সম্পর্ক কে জোড়া লাগাতে গিয়ে মেয়েটার ক্ষত বিক্ষত হওয়ার গল্প!

মনে মনে কিছু টা খুশী ই হই আমরা যাক বাবা , মেয়েটাকে পায়ের নিচে রাখা যাবে!
কিছু বলতে গেলেই শুনিয়ে দেব , এজন্য ই তো তোমার সংসার টেকে না!

বিপত্তি বাঁধে যখন তাকে আবার নতুন করে জীবন শুরু করতে দেখি । দূর থেকে তাদের সুখী দেখলেও আমাদের খুব লাগে!এবার নতুন টার্গেট তার স্বামী ও । বিয়ে তো করছে এক ডিভার্সি কে কিংবা এক বাচ্চার মা কে নিয়ের ঢংয়ের নেই শেষ!

কি অদ্ভুত !
যে মেয়েটা এর আগে বহু জনের সাথে একান্ত সময় কাটিয়েছে , সেই সব হাই প্রোফাইল মেয়েদের আমরা অবিবাহিতা তকমা লাগিয়ে কোটি টাকার ওয়েডিং ফটোগ্রাফী করে ঘরে তুলতে রাজী ! আর একবার নীল কাগজে সাইন করা মেয়েটার গায়ে লেগে যায় অমোচনীয় কালি! তাকে বিয়ে করলে পরিবার মানে না , সমাজ মানে না! সে হয়ে যায় অস্পৃশ্যা!

ডানা ভাঙ্গা পাখিদের ডানা নতুন করে মচকে দেয়ার মধ্যে কোন কৃতিত্ব নেই! বরং তাদের কে তাদের মত বাঁচতে দেই!

প্রতিটা মানুষের জার্নি আলাদা! প্রতিটা জীবনের গল্প ভিন্ন! বইয়ের প্রচ্ছদ দেখেই আমরা পুরোটা গল্প অনুমান না করি !

আমাদের মাখানো বাড়তি রং আর কারো জীবনের অমোচনীয় কালি না হোক!

_____________________________

 

লেখক ডা. মোশাররাত জাহান কণা । সুলেখক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়