রাতুল সেন

Published:
2020-06-10 00:39:34 BdST

করোনা হাসপাতালের সামনে ফেলে যাওয়া আল আমীনকে বাঁচালো এক সাহসী সাংবাদিক


 
ডেস্ক
____________________

মুগদা করোনা হাসপাতালের সামনে ফেলে যাওয়া ও সংজ্ঞাহীন পড়ে থাকা আল আমীন এখন সুস্থ ।
স্থানীয়রা জানান,
হাসপাতালের সামনে প্রখর রোদের মধ্যে ছেলেটি বেহুশ হয়ে পড়ে থাকলেও করোনা আতঙ্কে কেউ তাকে উদ্ধারের জন্য যায়নি। কিন্তু একজন
অকুতোভয় সাংবাদিক এগিয়ে যান। তিনি জীবন বাঁচান ছেলেটির। আলামীন আর কিছুক্ষণ পড়ে থাকলে তার জীবনাশঙ্কা দেখা দিতে পারত বলে অনেকের ধারণা।
সাংবাদিক জল হাতে এগিয়ে গিয়ে তার মুখে জীবনস্পর্শ জল তুলে দেন। দেবদূতের কাজ করেন করোনা ভয় জয় করে।
ছেলেটি জীবিত আছে। একটু জল পান করাতেই সে সম্বিত ফিরে পায়। পরে তার মাথায় জল দেন সাংবাদিক।

ছেলেটি র নাম আল আমিন। পুরান ঢাকার নয়াবাজারে তার চায়ের দোকান আছে। কয়েকদিন থেকে সর্দি-জ্বরে ভুগছে । তাই বোনকে নিয়ে মুগদা হাসপাতালে করোনার নমুনা দিতে এসেছিলেন।
ছেলেটির লাইনে দাঁড়ানো অবস্থায় মাটিতে পড়ে যায়। করোনার ভয়ে অথবা অন্য কোন কারনে নিজের বোনটিও চলে যায়!

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- এ কথাটি করোনার সময় ভোলেন নি সাংবাদিক। এই সংবাদ কর্মীকে টুপি খোলা স্যালুট।

_____________________________

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়