Dr. Aminul Islam

Published:
2020-06-03 13:57:15 BdST

করোনা যুদ্ধে রোগীর জীবন রক্ষার লড়াইয়ে এ পর্যন্ত বাংলাদেশে ১৩ চিকিৎসক শহিদ


 

ডেস্ক
________________________

করোনা যুদ্ধে মানুষের জীবনরক্ষার অকুতোভয় লড়াইয়ে এ পর্যন্ত ১৩জন চিকিৎসক শহিদ হয়েছেন। তাদের তালিকা জানালেন
ডা.শাফি আহমেদ। করোনারোগীদের নতুন জীবন দান করতে গিয়ে নি:শেষে নির্ভয়ে নিজেকে অকাতরে দান করে গেলেন তারা।

১) ডা.মঈন উদ্দিন
২) অধ্যাপক কর্নেল(অব) ডা.মনিরুজ্জামান
৩) অধ্যাপক মেজর (অব)ডা.আবুল মোকারিম
৪) ডা.আজিজুর রহমান রাজু (তিতাস গ্যাস)
৫) ডা.এম.এ মতিন (মৌলভীবাজার)
৬) ডা.জাফর রুমি (মা ও শিশু হাসপাতাল)
৭) ডা.আমিনা খান (গাইনিকোলজিস্ট)
৮) ডা.আ.রহমান সিনিয়র কনসালটেন্ট (রংপুর)
৯) অধ্যা.মোশাররফ হোসেন (অর্থ সার্জারি নিটোর)
১০) ডা. তাজ উদ্দিন (MND/Corona)( শিশু হাসপাতাল)
১১) ডা.ওয়াহিদুজ্জামান আকন্দ বাবলু (এমএজিওমেক)
১২) প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মঞ্জুর রশীদ চৌধুরী
১৩) অধ্যাপক (অবঃ) আনিসুর রহমান (ফ. মেডিসিন, মচিম)

________________________

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়