ডাক্তার প্রতিদিন

Published:
2020-05-17 11:32:36 BdST

এক অধ্যাপক উঁকুনমারা ওষুধের সাথে টেট্রাসাইক্লিন দিয়ে করোনা রোগী বাঁচিয়ে ফেলেছেন!


 

ডা. আতিকুজ্জামান ফিলিপ
____________________


একজন সম্মানীত চিকিৎসক অধ্যাপক উঁকুন মারা ওষুধের সাথে টেট্রাসাইক্লিন যোগ করে ওয়ার্ডে ভর্তি ননসিভিয়ার করোনা রুগি বাঁচিয়ে ফেলেছেন!

আর যাই কই!
মিডিয়াগুলো এটাকেই বিশাল গবেষণা হিসেবে চালিয়ে দিয়ে বিশাল বিশাল নিউজ আর টকশো শুরু করে দিয়েছে!

অথচ আমরা জানি যারা কভিড-১৯ পজিটিভ হয় তাদের আশিভাগেরও বেশী রুগির কোনরকম ঔষুধী চিকিৎসার প্রয়োজনই পড়ে না।
এইসব উঁকুনমারা ওষুধ ছাড়াই তারা ভালো হয়ে উঠতে পারেন।

আমাদের দেশের প্রথিতযশা ফার্মাকোলজিস্ট আর ভাইরোলজিস্টরা মিডিয়ার এহেন সোরগোলে বোধ করি লজ্জায় মুখ লুকোবার জায়গা পাচ্ছেন না!
ঐ চিকিৎসক অধ্যাপকও হয়তো এখন বিব্রতকর অবস্থায় পড়েছেন!

'গবেষণা' জিনিসটাকেই এরা ইয়ে করে দিলো মাইরি!
'গবেষণা' যেন ছেলের হাতের মোয়া!

করোনাও পাগল হয়ে গেলো, কোন দেশে এসে পড়লামরে বাবা!
আমারে নিয়ে যাদের গবেষণা করার কথা তারা এখানে গবেষণা করেনা, গবেষণা করে মিডিয়া!

আমারে নিয়ে যাদের গবেষণা করার কথা তারা এখানে গবেষণা করেনা, এখানে গবেষণা করে মুর্খ সব ওয়াজী হুজুরেরা!

উঁকুন মারা ওষুধ দিয়েও এরা আম্রে মারতে চাই!
ইজ্জত আর রইলো না, মাইরি!
_______

চরম হতাশার ব্যাপার হলো মিডিয়াগুলো বুঝে হোক আর না বুঝেই হোক পাগলের মতো এই ব্যাপারগুলোকে পেট্রোনাইজ করছে!

'এইতো করোনার ওষুধ আবিস্কার হয়ে গেছে!' এমন একটা হাইপ তুলে জনগণকে এরা কি গেলাতে চাচ্ছে আল্লাহ্ই মালুম!?

সারাবিশ্ব যেখানে করোনা নিরাময়ে নাকানী চুবানী খাচ্ছে সেখানে এরা কখনো হাইড্রোক্সিক্লোরোকুইন কখনো রেমডিসিভির কখনো উঁকুন মারা ওষুধকেই করোনার বিপরীতে জীবনদায়ী মহৌষধ হিসেবে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছে!

বস্তুতঃ সারাবিশ্ব যেসব ওষুধকে করোনার বিপরীতে এখনও পুরোপুরি কার্যকর হিসেবে প্রমান করতে না পেরে বাতিল করছে সেগুলোই এরা নতুন করে তুলে এনে এমনসব ফালতু হাইপ তৈরি করছে!
________

হয়তো আপনারা জনগণের স্বার্থ বিবেচনা করেই এতো প্রচারনা চালাচ্ছেন!
কিন্তু আপনাদের মনে রাখতে হবে এটা একটা অতি সুক্ষ বৈজ্ঞানিক ব্যাপার। কোনরকম ক্লিনিক্যাল ট্রায়াল, কোনরকম প্রটোকল, ইথিক্যাল ক্লিয়ারেন্স বা আরো আরো জটিল জটিল সব কোর্স ছাড়া এগুলোকে মোটেও কোন 'গবেষণা' বলা যায় না!

আমরা চিকিৎসকরাই যেখানে অনেক সময় এসব ব্যাপার-স্যাপার বুঝতে গলধঘর্ম হয়ে যাই কিংবা খেই হারিয়ে ফেলি সেখানে এসব ব্যাপার নিয়ে আপনাদের এই অতিউৎসাহী বালখিল্যতা রুগির জন্য কোন উপকার তো আনবেই না বরং ক্ষেত্রবিশেষে তা অপকারও বয়ে আনতে পারে!

____________

ডা. আতিকুজ্জামান ফিলিপ। প্রখ্যাত চিকিৎসা লেখক। বিএসএমএমইউতে কর্মরত।

AD..

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়