ডাক্তার প্রতিদিন
Published:2020-05-13 14:32:38 BdST
করোনার জেনম উদঘাটন করে বিশ্বকে চমকে দিলেন কন্যা ও পিতা সেজুঁতি ও সমীর সাহা
ডেস্ক
_________________
করোনা ভাইরাসের জেনম রহস্য উদঘাটন করলেন ড. সেজুঁতি সাহা। সঙ্গে ছিলেন পিতা ড. সমীর সাহা।
জার্মানির সবচেয়ে বড় ডেটাবেজ সংস্থা গ্লোবাল ইনিসিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএইড)এ বাংলাদেশের শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের পক্ষ থেকে জেনম রহস্য উদঘাটনের তথ্য জমা দিয়েছেন ড. সেজুঁতি সাহা।
শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের (সিএইচআরএফ) নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহা। তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি এনিয়ে গবেষণা করে।
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী এক অভিনন্দন
বার্তায় বলেন,
মাস দুয়েক আগে থেকে করোনার জেনম সিকুএন্সিং এর কথা বলতে বলতে হয়রান হয়ে এর আশা ছেড়ে দিয়েছিলাম । আজ দেখলাম চাইল্ড রিসার্চ হেলথ ফাউনডেশন প্রথম বারের মত জেনম সিকুএন্সিং করেছেন এতে ভাইরাস টির ক্ষমতা আর গতি প্রকৃতি সম্বন্ধে অনেক কিছু জানবেন গবেষকরা । দেরিতে হলেও হল আমি বেশ আনন্দিত । উদ্যক্তাকে অভিনন্দন আমাদের দেশে অনেকের অনেক ক্ষমতা আচ্ছে আর দক্ষতা আছে কিন্তু প্রকাশিত হবার পরিবেশ থাকেনা এমনকি গভীর দুর্যোগেও । পূর্বা ভাষ , পূর্বানুমান আর নীতি কৌশল নির্ণয়ে এই পরীক্ষার বিশ্লেষণ অনেক প্রভাব ফেলবে /ডক্টর সমীর সাহা আর তার কন্যা সেঁজুতি সাহা একে সম্ভব করলেন । দেশে অন্যান্য স্থানে ও বিজ্ঞানীরাও জেনম সিকুএন্সিং করছেন । আমাদের বিজ্ঞানীদের যদি অবাধ কাজ করার সুযোগ দেওয়া হত তাহলে দেশে অনেক কিছু হত ।
অনুজীববিজ্ঞানী সমীর কে সাহা বিশ্বের অণুজীববিজ্ঞানীদের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংগঠন আমেরিকান সোসাইটি অব মাইক্রোবায়োলজির পক্ষ থেকে ২০১৭ সালে তার অন্য গবেষণার জন্য পুরস্কৃত হন।
গ্লোবাল ইনিসিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএইড) এর ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল এই গবেষণাদলটি ২২ বছর বয়সী এক নারীর রোগীর কাছ থেকে ভাইরাসের নমুন সংগ্রহ করেন। এরপর ইল্লুমিনা আইসেক ১০০ প্রযুক্তির মেশিনে সংগৃহিত নমুনার ওপর গবেষণা করে ভাইরাসটির জেনম তথ্য খোঁজা শুরু করেন।
বিশ্বের বিভিন্ন ভাইরোলজিস্ট ইতোমধ্যে করোনা ভাইরাস নিয়ে গবেষণা করে দেখতে পেয়েছেন, এরই মধ্যে এই ভাইরাসটি নিজের জিন বদলে ফেলেছে ৩৮০ বার!
আপনার মতামত দিন: