ডাক্তার প্রতিদিন
Published:2020-05-13 14:01:19 BdST
করোনায় জনসেবায় বাংলাদেশে শহিদ হলেন ৫ বরেণ্য চিকিৎসক
ডেস্ক
_________________________
করোনায় জনসেবায় বাংলাদেশে শহিদ হলেন ৫ বরেণ্য চিকিৎসক ।
করোনা আক্রান্ত / করোনা উপসর্গ নিয়ে বিগত কিছুদিনের মধ্যেই চলে গেলেন দেশবরেণ্য যে সকল চিকিৎসকবৃন্দ তাদের নাম:
১.অধ্যাপক কর্নেল (অবঃ) ডাঃ মনিরুজ্জামান,
২.অধ্যাপক ডাঃআনিসুর রহমান, ৩.অধ্যাপক ডাঃ মীর মাহবুবুল আলম
৪.ডা. মেজর (অব:) আবুল মুকারীম এবং
৫. করোনা যুদ্ধের প্রথম শহীদ ডা. মঈন উদ্দিন
।
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যার সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আলগিন তাদের মৃত্যুতে গভীর শোক জানান। বলেন,
দেশ বরেণ্য এই চিকিৎসকদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরনীয় ক্ষতি হলো এবং চিকিৎসকসমাজ হারালো তাঁদের অভিভাবকদের।
আপনার মতামত দিন: