ডাক্তার প্রতিদিন

Published:
2020-05-10 15:43:28 BdST

ডিজিটেল হেলথ: এই শতকে টেলি মেডিসিন হবে স্বাস্থ্য সেবার নতুন দিক


 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
______________________


বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন স্বাস্থ্য সেবার আওতায় আসা হবে বহুমুখি আর তেজি স্বাস্থ্য ব্যবস্থার খুব গুরুত্ব পূর্ণ দিক ।
দক্ষিণ এশিয়ার অনেক দেশে সক্রিয় আর দক্ষ স্বাস্থ্য সেবা কর্মীর গুরুত্ব পূর্ণ ঘাটতি রয়েছে । বিশ্বে জন সংখ্যা ক্রমে বেড়ে চলেছে , মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে বিশেষ করে মধ্যবিত্তদের আর রোগের বোঝা হচ্ছে দ্বিগুণ , অ সঙ্ক্রামিক রোগ বাড়ছে , প্রতি অঞ্চলে বাড়ছে স্থানিক রোগ ।
আধুনিক স্বাস্থ্য সেবার পশ্চিমা মডেল বিশেষায়িত স্বাস্থ্য সেবায় গুরুত্ব দিয়ে থাকে তা টেকসই উন্নয়ন লক্ষ্যে র জন্য এত সবলা আর উপযোগী হয়ত নয় ।দেখা যাবে বেশির ভাগ নাগরিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে অবহেলিত আর রুগ্ন মানুষের ঢল বাড়ছে , বৈশ্বিক স্বাস্থ্য সেবার পরিধি কম হওয়াতে , উন্নত স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য মানুষের নিজ পকেট থেকে অর্থ ব্যয় বাড়াতে এমন হচ্ছে । আর এত আকাশ চুম্বী খরচ মেটানো বেশির ভাগ নিম্ন আয়ের মানুষের ক্ষমতায় কুলাচ্ছে না । এই সমস্যা প্রকট হয়ে উঠেছে পল্লী অঞ্চলে
নগরেও এই চিত্র তত সুখকর নয় । অনেক সময় অপেশাদার লোক রোগীর প্রবাহ , স্বাস্থ্য ব্যবসা আর হেলথ কেয়ারের আওতাও অনেক সময় নিয়ন্ত্রণ করে ।
এই অবস্থায় হয়ত ডি জি টেল হেলথ প্রযুক্তি সৃষ্টি করতে পারে medical democracy যে অবস্থায় জনগন তাদের পছন্দ মত স্বাস্থ্য সেবা কর্মী আর সেবা ফ্যাসিলিটি বেছে নেওয়ার , যাচাই করার আর এর আওতায় আসার একটি সবচ্ছ আর ঝামেলাহীন পদ্ধতি পাবে ।
কেন নয় একটি সাহসী নতুন ডি জি টেল বিশ্ব
সব যখন অন লাইন তখন কেন নয় হেলথ কেয়ার
স্বাস্থ্য অর্থ নীতি বিচারে এটি হবে অনেক সাশ্রয়ী
গুণগত মানে উন্নত স্বাস্থ্য সেবায় আওতায় আসা
স্বাস্থ্য সেবাকে ব্যবহার করা বাড়বে
উন্নত সেবা
কম খরচা
হাসপাতাল সেবার বাইরে এটি বিস্তৃত খবে লোক সেবায়
রেফেরাল সিস্টেম আর টরায়েজ ব্যবহার
পয়েন্ট অব কেয়ারে অন্তর্ভুক্তি
নিরাপত্তা
অনাবশ্যক রোগী পরিবহন কমাবে
স্বাস্থ্য সেবা প্রদান কারীদের ক্রনিক ঘাটতি
রোগীদের গৃহে সেবা কো ভি ড ১৯ চিকিৎসায় উপযোগী ।
ভারচুএল ক্লিনিকে কেউ কারো সংক্রমণের মুখো মুখি হবেন না ।
২.

বিশ্বমারীর এই সময় কোভিড১৯ নয় এমন জরুরী স্বাস্থ্য পরিস্থিতি
কো ভি ড ১৯ এই ডামাডোলের মধ্যে অনেকে হাসপাতালে আসছেন দেরিতে তাই বলছেন জরুরী চিকিৎসক রা ।আর আছেন জটিল পরিস্থিতি নিয়ে ।
একজন সেকেন্ড ডিগ্রি দগ্ধ শরীর নিয়ে এসেছেন , এক হপ্তা নিজে নিজে চিকিৎসা করেছেন , বিশাল সব ফোস্কা আগে ভাগে এলে তিনি জটিলতা এড়াতে পারতেন ।
যাদের ডায়ে বে টি স বা উচ্চ রক্ত চাপ এদের উপসর্গ অটল থাকলে
বা জটিলতা হলে এদের আগে ভাগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ।
একজন উচ রক্তচাপ ডায়ে বে টি স রগি হাসপাতালে এলেন এক হপ্তা পর কোস্ট বদ্ধতা , বমি আর পেট ব্যথা নিয়ে দেখা গেল তার হারনিয়া আর কিডনি জটিলতা , প্রয়োজন হল অপারেশন
বয়স্কদের সমস্যা আরও বেশি আর জটিলতা
হার্ট এ টা ক , স্ট্রোক , সঙ্ক্রমন
তাই কো ভি ডের এই সময়ে আমরা যেন এসব অবহেলা না করি এতে মৃত্যু করোনা থেকে কম নয়

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়