ডাক্তার প্রতিদিন

Published:
2020-05-09 17:42:24 BdST

"স্কুলশিক্ষক বাবার টাকাতেই ডাক্তার হয়েছি "


 

ডেস্ক
______________________

স্কুল শিক্ষক বাবার টাকায় , তাঁরই বিপুল ত্যাগে কিভাবে ডাক্তার হয়েছেন , সেকথা আত্মকথায় জানালেন ডা. হৃদয় রঞ্জন রায় । বর্তমানে তিনি। সহযোগী অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ।

ডা. হৃদয় রঞ্জন রায় জানান,
আমার বাবা একজন প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন। পরে পদোন্নতি পেয়ে এটিও (AUEO) হন। বিভিন্ন কারণেই আমার বাবা ছিলেন একজন আদর্শ পিতা। মাস শেষে বেতন পেয়ে আগে আমার হোস্টেলে গিয়ে টাকা দিতেন। এরপর সরাসরি পোস্ট অফিসে গিয়ে ভাইদের বুয়েট, খুবি তে টাকা পাঠিয়ে শূন্য হাতে বাড়ী ফিরতেন। অনেক ত্যাগের মধ্যে এটা ছিল একটা।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়