ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-24 03:47:48 BdST

করোনা চিকিৎসায় সারাহ গিলবারটের কাছে এখন নতুন সুখবরের অপেক্ষায় বিশ্ব




______রাজিক হাসান , লন্ডন থেকে ___________

ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-বিজ্ঞানী সারা গিলবার্ট-এর আবিষ্কৃত "Chadox1" নামক ওষুধটি আজ মানব শরীরের প্রথম প্রয়োগ করা হচ্ছে । তাঁর দলে আরও রয়েছেন অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড, টেরেসা লাম্বে, অধ্যাপক অ্যাড্রিয়ান হিল ও ড স্যান্ডি ডগলাস। ১ বছর থেকে ৯০ বছর বয়সের ৫০০ জন 'করোনা' আক্রান্ত রোগীদের শরীরে প্রয়োগ করা হবে এই টীকা।

২০১৪ সালে বিশ্বে এক মূর্তিমান আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছিল ইবোলা ভাইরাস। সেই ইবোলা ভাইরাসের ভ্যাক্সিন আবিষ্কারও ছিলেন ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-বিজ্ঞানী সারা গিলবার্ট।

সারা বিশ্ব যখন স্থবির এক রহস্যময় ভাইরাস করোনার তাণ্ডবে, রোগ মোকাবিলায় দিশেহারা বিশ্বনেতারা, ঠিক তখন আবার আলোক বর্তিকা হাতে সেই সারাহ গিলবারট। তিনি একজন নারী।

সূত্র : দ্যা গার্ডিয়ান ইউ কে   


মোহাম্মদ মহসিন জানান, যারা হেঁসেলে নারীদের আটকে রাখতে চান, বিশেষ করে তেঁতুল হুজুর, যিনি মেয়েদের তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়তে দেয়ার পক্ষপাতী- আজকের এই সাড়া জাগানো সংবাদটির প্রতি তাঁর দৃষ্টি আকর্ষণ করতে চাই-

"আজ 'নভেল করোনাভাইরাস'- এর টীকা হিসেবে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা বিজ্ঞানী সারা গিলবার্টের আবিষ্কৃত "Chadox1" নামক ওষুধটি মানব শরীরের প্রয়োগ করা হবে । ১ বছর থেকে ৯০ বছর বয়সের ৫০০ জন 'করোনা' আক্রান্ত রোগীদের শরীরে প্রয়োগ করা হবে এই টীকা । মনেপ্রাণে চাইছি, এই "Chadoox1" টীকা যেন সফল হয় ।
এর আগে আফ্রিকা মহাদেশে যখন 'ইবোলা' রোগের ব্যাপক সংক্রমণ হয়েছিল তখন এই মহীয়সী নারী 'ইবোলা'র টীকা আবিষ্কার করে আফ্রিকাসহ গোটা বিশ্বকে স্বস্তি এনে দিয়ে জগৎ বিখ্যাত হয়েছিলেন । এবারও যেন এই মহান ব্যক্তিত্ব সফলতার মুখ দেখেন।"

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়