ডাক্তার প্রতিদিন
Published:2020-04-23 18:01:11 BdST
এক রোগীর চিঠি:কোন রোগী কখনওই ডাক্তারদের গালি দেয় না
সাহানা বেগম চৌধুরী __________________
প্রিয় ডাক্তার ভাই বোনেরা ,
আমি একজন রোগী বলছি। বিভিন্ন সুখে দু:খে আপনাদের কাছে যাই। আপনাদের সেবা পাই । একটা বিশেষ মেসেজ দেয়ার জন্য আপনাদের কাছে এই লেখা লিখছি।
আমার একটাই কথা: কোন রোগী কখনওই ডাক্তারদের গালি দেয় না। তাদের কুৎসা করে না। বাংলাদেশের ডাক্তারদের সেবায় আমি ও আমার পরিবার বিশেষ ভাবে কৃতজ্ঞ।
আজ করোনার পিরিয়ডে আপনাদের বিশেষ ভাবে ধন্যবাদ ও সম্মান দিতে চাই।
মনে রাখবেন , কোন রোগী বা আত্মীয়স্বজন কখনওই ডাক্তারদের গালি দেয় না।
তাহলে গালি দেয় কারা !
এরা কেউই কখনও বাংলাদেশের ডাক্তারদের কাছে যায় না। এরা বিশেষ জাতের প্রাণী। এরা ঠিক মানুষ কিনা , বলা মুশকিল। দেখতে মানুষের মত কিন্তু তাদের কোন রোগ হয় না। তারা গালিগালাজ দিয়ে সব ধরণের রোগ ব্যাধি সারিয়ে ফেলে। তাতে কাজ না হলে কবিরাজ, ভুতপ্রেত ,ওঝা , ফকির , দোয়া দরুদ , পুজা অর্চণা করে। কিন্তু ডাক্তারদের কাছে যায় না। এদের মধ্যে পয়সা অলারা কলকাতা যায়। আর কলার উচু করে , বলে দেবী শেঠিরে দেখাইছি।
এদের পেশাই হল গালাগালি। এদের ফ্রি দেখলেও ডাক্তার খারাপ। এদের ওষুধ কিনে দিলেও ডাক্তার খারাপ। এরা দুনিয়ায় আসছে , মানুষের গীবৎকুৎসা রটনার জন্য। কোরান শরীফে এই প্রজাতির শয়তানের চ্যালা সম্পর্কে বার বার সাবধান করা হয়েছে।
ডাক্তার ভাইবোনের কাছে বিশেষ অনুরোধ এদের কথায় কষ্ট নেবেন না। শয়তানে কত কুমন্ত্রণা দেয়, তা কি আপনারা শোনেন। তাহলে এই শয়তানের চ্যালাদের গালিগালাজ শুনে কেন আপনারা মন খারাপ করেন। আপনারা এই দুর্দিণে আমাদের চিকিৎসা দেন। সেটা পেলেই আমরা খুশি।
ইতি সাহানা বেগম চৌধুরী
সবুজবাগ ঢাকা
AD..
আপনার মতামত দিন: