ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-22 17:31:56 BdST

অনলাইন প্রাইভেট চেম্বার : বিদেশে ফি ২৫ হাজার টাকা ; বাংলাদেশে মাত্র ১ হাজার টাকা



ডেস্ক
_______________

বিশ্ব জুড়ে জনপ্রিয় হচ্ছে অনলাইন ভিডিও কনফারেন্স ও টেলিমেডিসিন। বিভিন্ন দেশে অনলাইন ভিডিও কনফারেন্সে নেয়া হয় ২৫০ ডলার থেকে ৩০০ সমমানের মুদ্রা। বাংলাদেশী টাকায় কমবেশী ২০০০০ টাকা থেকে ২৫০০০ টাকা।
বিলম্বে হলেও বাংলাদেশে শুরু হয়েছে অনলাইন প্রাইভেট চেম্বার। বিদেশের ২৫ হাজার টাকার সমমানের ভিডিও কনসালটেশনে বাংলাদেশী ডাক্তাররা নিচ্ছেন ৮০০/ ১০০০ টাকা থেকে ১২০০ টাকা। বাংলাদেশী ডাক্তাররা সারা বিশ্বব্যাপী বাংলাদেশী ও বিদেশী রোগীদের এই নামমাত্র ফি-তে রোগীসেবা দিচ্ছেন। ভারতবর্ষের ডাক্তাররাও কম মূল্যে অনলাইনসেবা দিচ্ছেন।

বিভিন্ন দেশে শুধু টেলিমেডিসিনের জন্য ( যেখানে সাধারণ ডাক্তারের ফোন বা মেসেজ পরামর্শ মেলে ) গড়ে ৮০ ডলার বা ৬৮০০ টাকা নেয়া হয়। বিভিন্ন এপস ও প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশেও নামমাত্র ফিতে রোগী সেবা চলছে।


ডাঃ জোবায়ের আহমেদ জানান,

টেলি মেডিসিন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বিদেশে।

২০১৫ সালে গ্লোবাল টেলি মেডিসিন মার্কেট ভ্যালু ছিলো ১৮ বিলিয়ন ডলার যা ২০২৫ সাল নাগাদ ১১৩.১ বিলিয়ন ডলারে দাঁড়াবে।

শুধু আমেরিকায় ২০১৫ তে টেলি মেডিসিন মার্কেট ভ্যালু ছিলো ৭.২ বিলিয়ন ডলার যা ২০২৫ নাগাদ হবে ৩৫ বিলিয়ন ডলার।

টেলি মেডিসিন সেবা নিতে সেসব দেশে গড়ে ৭৯ ডলার লাগে যা চেম্বারে নিতে ১৪৬ ডলার এবং ইমারজেন্সি রুমে নিতে ১৭৩৪ ডলার লাগে।
রেফারেন্স RAND corp.Study

আপনারা এই ডলার গুলোকে টাকায় রুপান্তর করে দেখেন শুধু টেলি মেডিসিন নিতে উন্নত দেশে গড়ে ৭৯ ডলার বা ৬৭১৫ টাকা ভিজিট দেওয়া লাগে যেখানে গাইনির  প্রফেসর ম্যাডাম ৮২০ টাকা নিচ্ছেন।

টেলি মেডিসিন এ ফোনে কথা বলে, টেক্সট ম্যাসেজ দিয়ে,ভিডিও কলে কথা বলে চিকিৎসা দেওয়া হয়।
সুবিধা দুই পক্ষের।
রুগীদের সুবিধা বাসায় থেকেই সেবা নিতে পারছেন।
চেম্বারে এসে বিরক্তিকর অপেক্ষা করা লাগছেনা।
চেম্বারে আসলে অন্য রুগীদের সংক্রামক রোগ থাকলে ছড়ানোর ঝুঁকি থাকে তা থেকে মুক্ত।
হ্যান্ডিক্যাপ হলে বাসায় থেকেই চিকিৎসা পাওয়া যায়।
সময় বেঁচে যায়।
ডাক্তার এর সাথে অনেক সময় নিয়ে বিস্তারিত আলাপ করা যায়।

AD..

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়