ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-21 21:39:57 BdST

বাংলাদেশের প্রথম পাবলিক স্যানিটাইজার মেশিন চালু হল বগুড়ার সাতমাথায়



ডেস্ক
___________________

বাংলাদেশের প্রথম পাবলিক স্যানিটাইজার মেশিন চালু হল বগুড়ার সাতমাথায়। এই কর্মযজ্ঞে মূল ভূমিকা পালন করেন উদ্ভাবক এমডি বিপ্লব ও লোকসেবী ডা: মো: সামির হোসেন মিশু।
এমডি বিপ্লব জানান , ১৮-০৪-২০২০ শনিবার সকাল ১১ ঘটিকা বগুড়া জেলা প্রশাসক মহোদয়, ডা: মো: সামির হোসেন মিশু বগুড়া স্বাধীনতা পরিষদের সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন সহ বগুড়ার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক দের উপস্থিতিতে এমডি বিপ্লব কর্তৃক তৈরি স্যানিটাইজার মেশিনটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় বগুড়ার সাতমাথায়।

_______

AD...

AD..

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়