ডাক্তার প্রতিদিন
Published:2020-04-21 19:40:16 BdST
করোনার ত্রাণে সর্বস্ব দিয়ে আক্ষরিক অর্থেই নিঃস্ব হয়ে গেলেন কোটিপতি অভিনেতা
ডেস্ক
___________________________
করোনা ত্রাণে সর্বস্ব দিয়ে নিঃস্ব হয়ে গেলেন কোটিপতি অভিনেতা প্রকাশ রাজ। দক্ষিণী এই মহাজনপ্রিয় অভিনেতা তার দীর্ঘ অভিনয় জীবনে কোটি কোটি টাকা কামিয়েছেন। তিনি এমনিতেই বিভিন্ন ইস্যুতে অনুদান দেন। এবার মানবিক বিপর্যয়ে আক্ষরিক অর্থেই সর্বস্ব বিলিয়ে দিলেন করোনা অনুদানে। এটা কোন পাবলিসিটি স্ট্যান্ট নয় , সত্যি ঘটনা। এর আগেও এই মানবতাবাদী অভিনেতা এমন নজির রেখেছেন।
লকডাউনে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে গিয়েই এই অবস্থা তার।
ভারতবর্ষে লকডাউন (Lockdown) বেড়েছে ৩ মে পর্যন্ত। এই অবস্থায় দরিদ্র অস্থায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন একাধিক বলিউড তারকারা। তালিকায় শীর্ষে আছেন প্রকাশ । নিজের ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যেই তিনি প্রচুর দান করেছেন বলে খবর। NDTV জানায় সেই খবর । এখন কি করবেন এই অভিনেতা! দমে যাবেন; নাকি অর্থ যোগাড় করে পাশে দাঁড়াবেন মানুষের।
সেই প্রত্যয়ই জানান তিনি।
টুইটে প্রকাশ বলেন , "ক্রমশ আমার আর্থিক সংস্থান কম আসছে। জানি না, আগামী দিনে কীভাবে সবার পাশে দাঁড়াব। আবার শুট শুরু না হলে রোজগার করতে পারব না। তবে যতক্ষণ অর্থ যোগাড় করতে পারব; ততক্ষণ সবার পাশে আছি। এভাবেই সবাই মিলে লড়তে লড়তে ঠিক পেরিয়ে যাব দুর্দিন।"
করোনা ভাইরাসের (Coronavirus) কারণে বলিউডের তারকারা সাধারণ মানুষদের থেকে আরও দূরে। দূরে তাঁদের পরিজনেরাও। সেল্ফ কোয়ারান্টাইনে প্রকাশ রাজ (Prakash Raj) ছেলে বেদান্তের সঙ্গে দূর বাড়িতে রয়েছেন। এক ভিডিওতে জানা যায়, "লকডাউন বেড়েছে। সবাই দয়া করে সরকারকে সহযোগিতা করুন।"
_____________
AD...
আপনার মতামত দিন: