ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-20 16:13:20 BdST

চিকিৎসকদের কথা মনে করুন: নিজেকে তার জায়গায় ভাবুন: আহ্বান জ্যেষ্ঠ সাংবাদিকের


ছবি সৌজন্য : মুশতাক আহমেদ

ডেস্ক
_______________________

বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক সানাউল্লাহ লাবলু এক লেখায় করোনাকালে রোগী সেবায় অদম্য ডাক্তার , নার্স, স্বাস্থ্যসেবাকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি টুপি খোলা কৃতজ্ঞতা জানিয়েছেন। এক লেখা তিনি বলেন,
চিকিৎসকদের কথা মনে করুন। নিজেকে তার জায়গায় ভাবুন। নার্স, ওয়ার্ড বয়, আয়া, পরিচ্ছন্নতা কর্মী, অ্যাম্বুলেন্সের চালক বা সহযোগী অথবা শেষ পর্যন্ত মৃতদেহটা কবরে নামিয়ে দেয় যারা, তাদের দেখতে পাচ্ছেন আপনার কল্পনায়!

প্রতিটা মুহূর্ত তারা লড়ছেন নিজের জীবন নিয়ে। প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মী, পুলিশ বা সেনা সদস্যদের মধ্যেও হয়তো আমি বা আপনি নেই। করোনা ভাইরাসের এমন ভয়ংকর সংক্রমনকালে সামনের কাতারের আমরা অধিকাংশই কেউ নই। তবু কতোটা আতংক গ্রাস করে আছে আমাদের!

কেমন আছেন তারা? কি খান? কতোক্ষণ ঘুমান? আর কতোটা উদ্বেগেই দিন যাপন করছেন তাদের স্বজনরা? কতোদিন নিজের সন্তানকে জড়িয়ে ধরতে পারেন না? দেখতে পান না বাবা-মা বা স্বজনদের মুখ? করোনাকালে প্রিয় মানুষটার কপালে চুমুটাও দেন না কতোদিন!

তারা প্রত্যেকে মানবজাতির জন্য এক একজন দেবদূত, ত্রাতা। টুপি খোলা অভিবাদন লড়াইয়ের মাঠের সবাইকে।

এইসব মানুষের কথা ভাবলে বিষন্নতা কোথায় যে যায়!

___________________________________

বিজ্ঞাপণ যোগ-------

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়