ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-18 18:10:59 BdST

মহামারী করোনা সফলভাবে প্রতিহত করার জন্য স্বাস্থ্যমন্ত্রীদের মডেল যিনি


স্বাস্থ্যমন্ত্রী  কে কে শৈলজা।

ডেস্ক
___________________

করোনা মহামারী মোকাবেলায় সাফল্য দেখিয়ে তিনি বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন। কম সাধ্যে, সীমিত শক্তিতেও তিনি একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্থাপন করেছেন অনন্য মডেল। প্রকৃত অধিকর্তার মডেল খুঁজতে আমাদের ইউরোপ আমেরিকা চীন জাপান যাওয়ার দরকার নেই। এই উপমহাদেশেই আছেন তিনি। তার সম্পকে জানাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল্লাহ শাহরিয়ার । তিনি লিখেছেন,
ছবির ভদ্রমহিলাকে আপাতদৃষ্টিতে নেহাতই সাদামাটা মনে হয়। মনে হয় না , উনি সাদামাটাই। রসায়নে স্নাতক। ২০০৪ সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন একটি হাইস্কুলে। তারপর রাজনীতিতে যোগদান ।বর্তমানে কেরালার বাম সরকারের স্বাস্থ্যমন্ত্রী - কে কে শৈলজা। কেরালা জুড়ে টিচার আম্মা নামেই পরিচিত। ২০১৮ এর নিপা ভাইরাস সংক্রমণজনিত মৃত্যু মিছিল আটকে ছিলেন বলিষ্ঠভাবে। আর ঠিক তার দু বছর পর যেভাবে করোনা প্রতিরোধ করে কেরালা মডেলকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিলেন - তা নিশ্চিতভাবে লেখা থাকবে ইতিহাসে।

করোনা কালীন সময়ে অফিস ছাড়েন রাত ১২ টায়। সব অফিসারদের রওনা করিয়ে নিয়ে নিজে রওনা হন। বাড়ি ফিরে রাত ২.৩০-৩ টে অবধি চলে ফাইল দেখা। সকালে ফের অফিসে পৌঁছান সাতটায়। নিজের মোবাইল নম্বর যে কত সাধারণ মানুষ জানে তার ঠিক নেই। নিপার সময়েই কেরালা জুড়ে বাদুড় নিয়ে আতংক সৃষ্টি হয়। করোনার সময় বিড়াল দেখেও আতঙ্কিত হয়ে ফোন করেন প্রতিবেশীরা। নিজেই ফোন তুলে আশ্বস্ত করেন। সাথে কাউকে নিয়ে নয় একাই চষে বেড়ান হাসপাতালগুলো।

মুখে একটা স্মিত হাসি কেবল। প্রচারের ফ্ল্যাশলাইট থেকে শত হস্ত দূরে। নিয়মমাফিক শুধু একবার করে সাংবাদিক সম্মেলন করেন। তথ্য দিতে , লুকাতে নয়। কৃতিত্বও নিতে চান না। শুধু বলেন , "“I don’t do anything special. I have a degree in chemistry so I have some knowledge about molecules and medicines. Otherwise, it is always a team effort."

রাজ্য ও রাজ‍্যের নাগরিকদের বাঁচাতে হিমালয়সম অটল হয়ে দাঁড়িয়ে থাকেন শৈলজারা। আলোকবৃত্তের একেবারে বাইরে, স্বতন্ত্র আলোক উৎস হয়ে।
সংগ্রহ ও সম্পাদনা আব্দুল্লাহ শাহরিয়ার , সাংবাদিক

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়