ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-18 16:15:34 BdST

আপনাদের নিশ্চিন্তে ঘুম নিশ্চিত করতে আমরা নির্ঘুম রাত কাটাই


 

ডা. মারুফ রায়হান খান

______________________

যখন বাসা থেকে বের হই তখন রাত ৯.৪৫। আকাশে মেঘ। কখনও বিদ্যুত চমকায়। এ যেন এক নীরব-নিস্তব্ধ নগরী। শুনশান নীরবতা। কদাচিৎ দুএকটা মানুষ। তবে অনেক কুকুর। ভীতিকর স্বরে ঘেউ ঘেউ করে। রিকশা পাওয়ার তো কল্পনাও করা যায় না। অগত্যা হেঁটে হেঁটে পুরোটা রাস্তা। রাস্তায় যে ছিনতাইকারীর ভয় পাইনি তা বললে আবার বানিয়ে বলা হবে। দরদর করে ঘামতে ঘামতে পৌঁছুলাম ডিপার্টমেন্টে। আগে ফ্যানের নিচে বসে ঘাম শুকিয়ে নিলাম। ঘাম শরীরে তো আর যুদ্ধের সাজ পরা যায় না।

আমাদের হয়তো এন৯৫ মাস্ক নেই। আমাদের হয়তো এক পিপিই ধুয়ে ধুয়ে পড়তে হয়, প্রতিদিন নতুন পিপিই নেই। আমাদের হয়তো ফেইস শিল্ড নেই। আমাদের হয়তো শ্যু-কাভার নেই। আমাদের হয়তো গ্লাভস সাপ্লাই নেই। আমাদের হয়তো হেক্সিসল/স্যানিটাইজার সাপ্লাই নেই। পিপিই পরলে ঘেমেনেয়ে একাকার হয়ে যেতে হয়, আমাদের এসি রুমে বসার সৌভাগ্য নেই।

এতো নেই আর নেই-এর মাঝে শুধু একটা জিনিস আছে। আমাদের রোগীদের প্রতি অসীম মায়া-ভালোবাসা আছে, দায়িত্বের প্রতি সিনসিয়ারিটি আছে, বুকে সাহস আছে, এতো এতো খারাপ পরিণতি চোখের সামনে দেখেও এখনও রোগীর কাছে যাবার মানবিকতাটুকু আছে। মা-বাবা-স্বজনের শত অনুরোধ হাসিমুখে পেছনে ফেলে রাতের আঁধারে চুপিসারে কান্নাটুকু আছে।

এতোটুকু লিখতে লিখতেই আমার বয়সী এক হ্যাংলা-পাতলা ছেলে এলো। এসে বলছে, স্যার আমার মা যেন কেমন জানি করছে। এই ডাক উপেক্ষা করার শক্তি স্রষ্টা দেননি। দশ সেকেণ্ডের মধ্যে তার মায়ের কাছে চলে গেলাম। 'মা' বলে ডাক দিলাম। স্টেথোস্কোপ বুকে-পিঠে বসালাম। ওষুধ দিয়ে শান্ত করলাম।

নাইট ডিউটিতে আছি। ১৬ ঘণ্টা টানা ডিউটি চলবে করোনারি কেয়ার ইউনিটে ইন শা আল্লাহ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হার্টের রোগীদের হার্ট সারারাত দেখেশুনে রাখার দায়িত্ব কাঁধে নিয়ে আছি। আপনি আপনার দায়িত্বটুকুও পালন করুন। আপনাদের পরিবারগুলোর জন্য আমরা আছি। আমাদের কিছু হলে আমাদের পরিবারগুলোকে আপনারা দেখে রেখেন। দু'আ চাই আমাদের জন্য, সারা বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য।

ডা. মারুফ রায়হান খান
কার্ডিওলজি বিভাগ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
রাত ১১.২৭, ১৭.০৪.২০।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়