ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-16 20:03:47 BdST

যেতে নাহি দিব : ডাক্তারপুত্রের মর্মস্পর্শী ছবি বাবার পা জড়িয়ে


ডেস্ক
______________________


যেতে নাহি দিব : ডাক্তারপুত্রের মর্মস্পর্শী ছবি বাবার পা জড়িয়ে ।
বাবা ডাক্তার । তাকে ডিউটিতে যেতেই হবে। মানুষকে বাঁচাতে , তাদের জীবনরক্ষায় তাকে হাসপাতালে যেতেই হবে। কিন্তু শিশু মন বড়ই অস্থির। সে কিছুতেই যেতে দেবে না বাবাকে। এমন জীবন বাস্তবের মর্মস্পর্শী ছবি শেয়ার করে সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক এক ফেসবুক লেখায় জানান,

এটা কোনো সিনেমার শুটিং নয় |
বাবা চিকিৎসক | করোনা আক্রান্ত ন্ত রোগীর চিকিৎসায় তাঁকে যেতেই হবে হাসপাতালে | কিন্তু প্রিয়মুখ কলিজার টুকরা শিশুসন্তান পা জড়িয়ে বসে আছে, বাবাকে যেতে দেবেনা
বাইরে |

চিকিৎসক বাবার কাছে এই আবেগ তুচ্ছ, তাঁকে যেতেই হবে | দেশের প্রয়োজনে, মানবিকতার টানে |

এর প্রতিদান কেবলমাত্র আরশের মালিকের কাছেই চাইছি |

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়