ডাক্তার প্রতিদিন
Published:2020-04-16 19:24:14 BdST
করোনা-যুদ্ধে নিলেন না মাতৃত্ব ছুটি, নবজাতক কোলে ডিউটিতে সদ্যজননী অফিসার
নবজাতক কোলে ডিউটিতে সদ্যজননী অফিসার।
ডেস্ক / প্রকৃতি বসু
____________________
করোনার সংকটে মাতৃভূমি । এই অবস্থায় নিজের মাতৃত্বকালীন ছুটি ত্যাগ করলেন এক উচ্চ পদস্থ অফিসার।
সন্তান প্রসবের এক মাসের মধ্যেই অফিসে যোগ দিয়ে দিনরাত এক করে কাজ করে চলেছেন।
কোলে সদ্যোজাত সন্তানকে নিয়ে তাঁর অফিসে বসে কাজ করার ছবি ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে।
২০১৩ সালের IAS ব্যাচে পাশ করা অফিসার শ্রীজনা গুম্মালা বর্তমানে গ্রেটার বিশাখাপত্তনম পুরনিগমের কমিশনার। চলতি বছরের শুরুতে মা হয়েছেন। তবে বর্তমান সংকটের পরিস্থিতিতে তিনি নিজের সন্তানকে সময় দেওয়ার জন্য মাতৃত্বকালীন ছুটিতে বাড়িতে বসে থাকতে পারেননি। কারণ তাঁর মন কেঁদেছে সমাজের জন্য। আর্তদের জন্য। সে জন্যই তো সন্তান প্রসবের এক সপ্তাহের মধ্যেই কাজে যোগ দিয়েছেন শ্রীজনা।
ট্যুইটার ইউজার ছিগুরু প্রশান্ত কুমার সন্তান কোলে IAS অফিসারের নিরলস পরিশ্রমের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখা হয়েছে, 'কমিশনার ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি নিতে আপত্তি জানিয়েছেন। এক মাসের সন্তানকে কোলে নিয়েই তিনি অফিসে যোগ দিয়েছেন। সব করোনা যোদ্ধাদের জন্য সত্যিই অনুপ্রেরণার।'
Chiguru Prashanth Kumar
✔
@prashantchiguru
An extraordinary feather of @IASassociation. 2013 batch IAS Mrs @GummallaSrijana Commissioner @GVMC_OFFICIAL refused to take 06 months maternal leave and joined back her office with one month old baby in lap. Truly inspiring to all #CoronaWarriors #COVID__19
এই ট্যুইটের জবাব দিয়ে শ্রীজনা জানিয়েছেন, তিনি তাঁর সন্তানের প্রয়োজনীয় কোনও কিছুর ত্রুটি রাখছেন না। তাঁর কথায়, 'এমন সুন্দরভাবে বলার জন্য ধন্যবাদ। সন্তানের জন্য সব ব্যবস্থা নিয়েছি। সুরক্ষিত পরিবেশে ওকে খাওয়ানো, সামলানোর সব ব্যবস্থা করেছি।'
স্বাভাবিক কারণেই এই ট্যুইট ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই কুর্নিশ জানিয়েছেন শ্রীজনাকে যিনি মাতৃত্বের দায়িত্বের পাশাপাশি সমানভাবে পালন করে চলেছেন সমাজের দায়িত্বও।
সৌজন্য এই সময় , কলকাতা।
আপনার মতামত দিন: