Ameen Qudir
Published:2020-04-15 19:08:52 BdST
ডা. মইনুদ্দিন, নিন্দুকদের মুখে ঝামা ঘষে তুমি এভাবে একাকী পালিয়ে গেলে ভাই !
ডা. সুলতানা এলগিন
________________________
ডা. মইনুদ্দিন, তুমি এভাবে একাকী পালিয়ে গেলে ভাই ! আর নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিলে!
তুমি কি বড় অভিমানে সজল নয়নে পালিয়ে গেলে ভাই। আর জাতিকে , রাষ্ট্রকে বড় অপরাধী করে গেলে ভাই। তোমার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে একটা এয়ার এম্বুলেন্সও যোগাড় করতে পারলাম না। যেভাবে লাল্লু পাঞ্জু কত কি লোক সামান্য ছুতানাতায় এয়ার এম্বুতে চড়ে বসে। তারপরেও কিছু করা গেল না তোমার জন্য।
আমরা ডাক্তাররা জোর গলায় তোমার জন্য কিছুই চাইতে পারি নি। তোমার জীবন রক্ষায় কোন দাবিই শক্ত গলায় বলতে পারি নি। শুধু তোমার পরিবার চেয়েছিল। তা নিয়ে সেই লাল্লু পাঞ্জুরা কতরকম করে হেসেছে। তোমাকে বাঁচাতে পারি নি। কিন্তু কুয়েত মৈত্রী হাসপাতালে নির্দোষ ডাক্তারদের অপমান চেয়ে চেয়ে ঠিকই দেখেছি। এই লজ্জা , এই শোক এখন কোথায় রাখি ভাই!
ভাই মইনুদ্দিন, তুমি মরণেও ডাক্তারবিরোধী গুজবগজবীদের মোক্ষম জবাব দিয়ে গেলে। ওরা গলা ফাটিয়ে কত বলেছে, করোনা যুদ্ধে ডাক্তাররা নাকি পালিয়ে গেছে। দেশের আম জনতা তা নিয়ে আম তামাশায় মেতেছে।
ডা. মইনুদ্দিন, তোমার জীবনের বিনিময়ে তুমি যে মোক্ষম জবাব দিলে , হাসাপতাল ছেড়ে , রোগী ছেড়ে ডাক্তাররা পালায় না। ডাক্তারদের জন্য পলায়ন নয়। এটা জীবন যুদ্ধ এটা কোন দাঙ্গা যুদ্ধ জেহাদ নয়। এটা মানুষের জীবন রক্ষার লড়াই। সেই লড়াই থেকে ডাক্তাররা কখনও পালায় না। পালাবে না।
আপনার মতামত দিন: