Ameen Qudir

Published:
2020-04-15 16:39:23 BdST

ডা. মইনউদ্দিনের জন্য বীর শহিদ মর্যাদা চাই


 

ডেস্ক
___________________

শহীদের মর্যাদা কোভিড ১৯ যুদ্ধর প্রথম শহীদ সম্মুখ যোদ্ধা সিলেট ওসমানি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা মইনউদ্দিনের জন্য শহিদ মর্যাদা দাবি করেছেন বাংলাদেশের চিকিৎসক সমাজ।
ডা মইনউদ্দিনের মহান মৃত্যু করোনা মোকাবেলার অগ্রসৈনিক হিসেবে। এ বীরের মৃত্যু। এ বীর শ্রেষ্ঠ প্রয়াণ।
ডাক্তারদের দাবি , করোনা লড়াই জাতির ইতিহাসের অন্যতম প্রধাণ চিকিৎসাযুদ্ধ। এ ই প্রয়াণকে অবশ্যই শ্রেষ্ঠ মর্যাদা দেয়া জাতির ঐতিহাসিক দায়েই দরকার।

বিএমএ, চট্টগ্রাম এবং সংগঠনের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী জানান,
আমরা গভীর ভাবে শোকাহত, কোভিড ১৯ যুদ্ধর প্রথম শহীদ সম্মুখ যোদ্ধা সিলেট ওসমানি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা মইনউদ্দিন। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতুন ফেরদৌস প্রদান করেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়