Ameen Qudir

Published:
2020-04-15 16:03:42 BdST

করোনা লড়াইয়ে রোগী চিকিৎসায় জীবন দিলেন সহকারী অধ্যাপক ডা. মইনুদ্দীন


 

ডা. মারুফ হক খান

 ___________________

রোগীর চিকিৎসা দিতে গিয়ে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে লাশের মিছিলে যোগ হলেন একজন চিকিৎসক। সিলেট ওসমানী মেডিকেলের সহকারী অধ্যাপক ডাঃ মইনুদ্দীন আহমেদ। সকাল ৭টা ৫০ মিনিটে মারা গেছেন। এই বীর করোনাযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা! অথচ সিলেট হতে চিকিৎসার জন্য ঢাকায় আসার সময় উনি এয়ার এ্যম্বুলেন্সতো দূরের কথা, একটি সরকারী এ্যম্বুলেন্সও পাননি ।

চিকিৎসাসেবায় নিয়োজিত থেকে অর্ধশতাধিক চিকিৎসক বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত এবং দুইশতাধিক চিকিৎসক আইসোলেশনে আছেন!

নিজের এবং পরিবারের জীবনের ঝুকি নিয়ে চিকিৎসাসেবায় নিয়োজিত সহকর্মী সকল স্বাস্থ্যকর্মীর প্রতি ভালোবাসা।


......আমরা আর কাউকে হারাতে চাই না।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়