Ameen Qudir

Published:
2020-04-14 23:11:02 BdST

রোগীর জীবনরক্ষার কর্তব্য পালনে হেঁটেই হাসপাতালে যাচ্ছেন অন্তঃসত্ত্বা চিকিৎসক


ছবি ও তথ্য বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও ৭১ টিভির সৌজন্যে

 

ডা. রাজন সিনহা

_________________________


৭ মাসের অন্তস্বত্ত্বা এই মহান চিকিৎসক রোগীর জীবনরক্ষার কর্তব্য পালনে হেঁটেই কুয়েত মেত্রী হাসপাতালে ছুটে চলেছেন। বিস্তীর্ণ দু পারে কেউ কোথাও নেই। এই ডাক্তার আছেন। যাচ্ছেন হাসপাতালে। ডাক্তার অবশ্যই জীবন বাজি রেখে তার কর্তব্য পালন করছেন। কিন্তু আপনি কি করছেন।
নববর্ষে একটা কড়া কথা বলি,
ডাক্তারদের নিয়ে বাজে কথা বলা,মিথ্যা তথ্য শেয়ার করার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে জানার চেষ্টা করবেন দেশের জন্য আপনি কি করছেন।
বুঝতে পেরেছেন?

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের উদ্ধৃতি দিয়ে রাজন সিনহা জানান,
উনি সাত মাসের অন্তঃসত্ত্বা। পায়ে হেটে যাচ্ছেন কুয়েত মৈত্রী হাসপাতাল। করোনা যুদ্ধের সম্মুখভাগের এই যোদ্ধার জন্য আমরা যানবাহন এর ব্যবস্থা করতে পারিনি। কিন্তু তাঁকে অন্ততঃ একটা লাল সালাম দিতে পারি। তার অনাগত সন্তানের সুস্থতা কামনা করতে পারি। ভালো থাকবেন বোন। সৃষ্টিকর্তা আপনার সহায় হোন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়