Ameen Qudir
Published:2020-04-14 20:36:48 BdST
চিকিৎসক নার্সদেরকে খাবার রান্না করে পাঠাচ্ছেন মালয় রানী
ডেস্ক
_________________
অবিশ্বাস্য হলেও সত্য: চিকিৎসক নার্স পুলিশকে খাবার রান্না করে পাঠাচ্ছেন মালয় রানী ।
করোনাযুদ্ধে লড়ছেন চিকিৎসক, নার্স, পুলিশসহ জরুরি সেবা দানকারীরা। এসব যোদ্ধাদের জন্য নিজের রান্না করা খাবার পাঠিয়ে প্রশংসিত হয়েছেন মালয়েশিয়ার রানী তুনকু আজিজাহ আমিনাহ।
পর্যবেক্ষকরা বলছেন , নিশ্চয়ই মালয়ী রানী লাখো ডাক্তার নার্সকে রান্না করে খাওয়াতে পারছেন না। কিন্তু সাধ্য মত করছেন। আর এতেই উদ্বুদ্ধ হচ্ছে পুরো দেশ ও জাতি। মালয়েশিয়ার ঐতিহ্যবাহী সব খাবার নিজ হাতে রান্না করে হাসপাতাল ও দুর্যোগ প্রশমন কেন্দ্রে পাঠিয়ে সবাইকে ধন্যবাদ জানান তিনি৷ নিজ ইন্সটাগ্রাম একাউন্টে তিনি লিখেছেন ‘আজকের ডিশ আয়াম গুলাই টেম্পোয়াক (মুরগির মাংস), ফ্রায়েড ক্যাবেজ ও সল্টেড এগ। এগুলো সুনগাই বুলোহ হাসাপাতাল ও ক্রাইসিস প্রিপেরার্ডনেস অ্যান্ড রেসপন্স সেন্টারে (সিপিআরসি) পাঠাবো।
হরেক রকমের খাবারের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, জীবন বাজি রেখে কাজ করে যাওয়া যোদ্ধাদের স্যালুট।
আপনার মতামত দিন: