Ameen Qudir
Published:2020-04-11 18:23:53 BdST
করোনায় রোগী সেবা করে বাংলাদেশের প্রথম শহিদ স্বাস্থ্যকর্মী সেলিমের জন্য রাষ্ট্রমর্যাদা চাই
ডেস্ক
______________________
করোনায় রোগী সেবা করে বাংলাদেশের প্রথম শহিদ হলেন স্বাস্থ্যকর্মী সেলিম আকন্দ । তিনি ছিলেন অকুতোভয় এবং মানবসেবী। ডাক্তার প্রতিদিন টিমের পক্ষ থেকে তার মহাপ্রয়াণে গভীর শ্রদ্ধা।
বাংলাদেশের স্বাস্থ্যসেবাকর্মীদের পক্ষ থেতেকে প্রবল দাবি উঠেছে, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হোক। করোনা রোগীদের সেবা দিতে গিয়েই তার মহাপ্রয়ান। এ মর্যাদার মৃত্যু। সরকারও তাকে প্রাপ্য মর্যাদা দিক।
এ ব্যাপারে মেহেদি জিতু প্রমুখ জানান,
বিনম্র শ্রদ্ধা কোভিড-১৯ যুদ্ধে বাংলাদেশের অগ্রসৈনিকদের মধ্যে প্রথম শহীদ সেলিম আকন্দ।
নারায়নগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ডিউটি ছিলো। দেশে করোনা যুদ্ধের অন্যতম অগ্রসৈনিক ডাক্তারদের মধ্যে প্রথম শহীদ তিনি।
গাজীপুরের কাপাসিয়ায় জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথা নিয়ে সেলিম আকন্দ(২৫)নামের এক তরুণ ডিপ্লোমা চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ২.৩০মিনিটের দিকে নিজ বাড়িতে মারা যান ওই চিকিৎসক। তার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উলুসারা গ্রামে।
রাজধানীর এক ম্যাটস থেকে ৩বছরের একাডেমীক কোর্স শেষ করে নারায়ণগঞ্জে সদর হাসপাতালে ইন্টার্নশিপ করেন এবং পরবর্তীতে নিজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনা পারিশ্রমিকে সদর হাসপাতালে কাজ করতেন তিনি। গত মার্চ মাসের ১৪ থেকে ২৪ তারিখ পর্যন্ত তিনি সদর হাসপাতালের করোনা ইউনিটে ডিউটি করেন ।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ডিপ্লোমা চিকিৎসক দের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন এর নেতাসহ সাধারণ ডিপ্লোমা চিকিৎসকগণ সোশাল মিডিয়ার মাধ্যমে মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন। তার জন্য মর্যাদা চান স্বাস্থ্যসেবীরা।
সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন ,সারা দেশে হাজার হাজার উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার/ডিএমএফ/ইন্টার্নীরত ডিপ্লোমা চিকিৎসক রয়েছে যারা জীবনের ঝুঁকি নিয়ে কোভিড১৯ প্রতিরোধে ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ জেলা সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।
তাই তারা সুরক্ষার জন্য পিপিইসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত ও সরাসরি প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিক-নির্দেশনা এবং হস্তক্ষেপ দাবি করেন।
আপনার মতামত দিন: