Ameen Qudir

Published:
2020-04-03 15:48:03 BdST

দেশের তাপমাত্রার কথা ভেবে যারা সিরিয়াসলি নিচ্ছেন না, তাদেরকে সবিনয় অনুরোধ পুলিশকর্তার



ডেস্ক
_____________

আলিম মাহমুদ । বাংলাদেশ পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা । পরোপাকারী অত্যন্ত সজ্জন ব্যাক্তিত্ব। জনস্বার্থে তিনি সারাদেশবাসীর কাছে সবিনয়ে অনুরোধ করেছেন সরকারি কোয়ারেন্টিন সিরিয়াসলি নেয়ার। দেশের তাপমাত্রার কথা ভেবে যারা ঢিলে ঢালা ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য তাপমাত্রার নানা দেশের তথ্য দিয়ে বিশ্লেষণ সহ তার এই লেখা।
তিনি লিখেছেন -----

তাপমাত্রার কথা চিন্তা করে যারা সিরিয়াসলি নিচ্ছেন না তাদেরকে সিরিয়াস হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।

#ব্রাজিল:
তাপমাত্রা: ২৫ থেকে ২৯ ডিগ্রি
শনাক্ত: ৩৯০৪
মৃত্যু: ১১৭
আজ শনাক্তের: ৩৩তম দিন

#সৌদী আরব
তাপমাত্রা ৩৫ এর উপর
আক্রান্ত ১৩০০+

#ইন্দোনেশিয়া:
তাপমাত্রা: ২৬ থেকে ৩১ ডিগ্রি
শনাক্ত: ১২৮৫
মৃত্যু: ১১৪
আজ শনাক্তের: ২৭তম দিন

#ফিলিপাইন:
তাপমাত্রা: ২৯ থেকে ৩৫ ডিগ্রি
শনাক্ত: ১৪১৮
মৃত্যু: ৭১
আজ শনাক্তের: ২৪তম দিন

#মালয়েশিয়া:
তাপমাত্রা: ২৮ থেকে ৩৪ ডিগ্রি
শনাক্ত: ২৪৭০
মৃত্যু: ৩৪
আজ শনাক্তের: ৬৪তম দিন

#ভারত:
তাপমাত্রা: ৩২ থেকে ৩৭ ডিগ্রি
শনাক্ত: ১০৪৭
মৃত্যু: ২৭
আজ শনাক্তের: ৫৯তম দিন

সময় নিয়ে মহামারী রূপ:
১. ইতালি: শনাক্ত হবার ৪৫তম দিনে
২. স্পেন: শনাক্ত হওয়ার ৫০তম দিনে
৩. যুক্তরাষ্ট্র: শনাক্ত হওয়ার: ৫৫তম দিনে।

বি:দ্র: আমাদের শনাক্ত হওয়ার ২৩তম দিন আজ শেষ হবে। সুতরাং আরও কয়েকটি দিন সতর্ক থাকুন।

দয়া করে:
১.নিজ ঘরে কোয়ারেন্টাইনে থাকি।
২. যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করি।
৩. পাশের পরিবারটির খোঁজ নেই। কোনো খাবার সংকটে আছেন কিনা, সাহায্য করি।
৪. নিরাপদ দূরত্ব বজায় রাখি। কারো সংস্পর্শে না আসি।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়