Ameen Qudir

Published:
2020-04-03 14:24:55 BdST

করোনাকালে মোবাইলে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন ডা. অসিত মজুমদার


ডেস্ক
______________________


ডা. অসিত মজুমদার। মানবতার সেবক। গরীবের ডাক্তার নামে অনেকের কাছে পরিচিত এই চিকিৎসক দীর্ঘদিন ধরে দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় প্রতিদিন বিকেল ৫:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত রোগী দেখেন সার্জেনের গলিতে, গ্রীণরোড, ঢাকা। চীনে যখন প্রথম করোনা ভাইরাস তথা কোভিড ১৯ রোগ ধরা পড়ে তখন একদম শুরু থেকেই ফেসবুকে এবং ডাক্তার প্রতিদিন অনলাইনের মাধ্যমে করোনা ভাইরাসের জন্য প্রতিরোধমূলক পরামর্শ দিয়ে জনসচেতনতার কাজটি করে যাচ্ছেন নিরলসভাবে এবং নিঃস্বার্থভাবে। আর তিনিই প্রথম বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই এরকম পরিস্থিতিতে মোবাইল ফোনে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেয়া শুরু করেন যাতে রোগীদের এদিক ওদিক খোঁজাখুঁজি করে সময় নষ্ট করে বিভ্রান্ত হতে না হয়। রোগের একেবারে শুরুতেই যেন একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা পেতে পারে সে উদ্দেশ্যেই ডা. অসিত মজুমদার নিরলস কাজ করে যাচ্ছেন।

করোনা মহামারীর এই দুর্যোগকালে মোবাইলে চিকিৎসা সংক্রান্ত প্রাথমিক পরামর্শ পেতে ০১৯২৩২৮৫১১০ নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই ভাল থাকুন। সুস্থ্য থাকুন। দ্রুত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হোক আমাদের এই সুন্দর পৃথিবী।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়