Ameen Qudir

Published:
2020-03-29 17:17:41 BdST

করোনার বিরুদ্ধে লড়াই করতে একাই ১৫০০ কোটি টাকা দিল টাটা



ডেস্ক
__________________

টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা বলেছেন, করোনার সঙ্কটের থেকে সাথে লড়াই করার জন্য শীঘ্রই আপাতকালীন সংশাধন গুলোকে কাজে লাগানো খুব দরকার। তাই টাটা গোষ্ঠী   করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ১৫০০ কোটি টাকা দান করল। এতে টাটা ট্রাস্ট ৫০০ কোটি টাকা ফান্ড দিয়েছে আর টাটা সন্স ১ হাজার কোটি টাকার অতিরিক্ত যোগ করেছে।

ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাসের সাথে লড়াই করার জন্য পিএম কেয়ার্স (PM-CARES) ফান্ড বানিয়েছে। সেখানে প্রতিটি দেশবাসী নিজের ইচ্ছেয় সাহায্য দিতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে সবার কাছে সাহায্যের আবেদন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার এই নতুন ফান্ড নিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ওনার পোস্ট করার কিছু পরেই বলিউড অভিনেতা অক্ষয় কুমার  ট্যুইটারে ওনার পোস্ট শেয়ার করে ২৫ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়