Ameen Qudir

Published:
2020-03-29 01:30:42 BdST

ডাক্তার-নার্সরা কেন জাতীয় বীর নয়, জানতে চান হাইকোর্ট



ডেস্ক __________________


করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবায় নিয়োজিত ডাক্তারসহ সংশ্লিষ্টরা মারা গেলে কেন জাতীয় বীরের মর্যাদা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে তাদের পরিবারকে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের মর্যাদা কেন দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

গত বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা আদালতের রুল জারির বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনা চিকিৎসায় নিয়োজিত মহান ডাক্তারদের সম্মানিত করার কোন উদ্যোগ না নেয়া হলেও প্রতিবেশী বিশাল ভারতে ডাক্তারদের ঈশ্বরতুল্য ও জাতীয় বীর হিসেবে সম্মানিত করা হচ্ছে রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে। ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এর মধ্যেই ডাক্তারদের ঈম্বরতুল্য বলে সম্মানিত করেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়