Ameen Qudir
Published:2020-03-18 18:21:47 BdST
বিশ্বে চিকিৎসা সেবায় বাংলাদেশ হোক অন্যতম মডেল
ডা. অসিত মজুমদার
_______________________
বাঙ্গালী জাতির মহান নেতা, মুক্তি সংগ্রামের কিংবদন্তী প্রতীক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবার দীপ্তকন্ঠ, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি
শেখ মুজিবর রহমানের আজ একশত জন্মবার্ষিকী। বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীকে মুজিববর্ষ পালনের ঘোষনা দিয়েছে। একজন সাধারণ নাগরিক হিসেবে বলব সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্ত বাঙ্গালী জাতিকে আরো দুর্বার গতিতে এগিয়ে যেতে বহুগুণে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। মুজিববর্ষ শুধু একটি বর্ষ পালনই নয়। বাঙ্গালী জাতির মুক্তির সনদ কার্যকরের একটি চরম বার্তাবাহকও বটে। আওয়ামীলীগ যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল এবং আওয়ামীলীগ বর্তমানে সরকারে আছেন সেজন্য স্বাভাবিকভাবেই সাধারণ মুক্তিকামী মানুষের আশা - আকাঙ্ক্ষাও এই সরকারের উপরই বেশী।
ক্ষীপ্র গতিতে এগিয়ে যাওয়া উন্নয়নকামী বাংলাদেশের সামনে এখন পাহাড়সম বাধা ডিঙ্গানোর কাজ। বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে সেটা করা যে আজ বড়ই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি থেকে আমরা বর্তমান আওয়ামীলীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছুতে সমর্থ হয়েছি। সবই সম্ভব হয়েছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তনয়া গণতন্ত্রের মানসকন্যা, মাদার অব হিউম্যনিটি এবং বিশ্বের অন্যতম সেরা নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনা এবং দৃঢ় মনোবলের কারণেই। এখন আমাদের লক্ষ্য উন্নয়নশীল দেশ হতে উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে নেতৃত্ব দান করা। ইতিমধ্যেই বর্তমান সরকারের আমলেই স্বাস্থখাতসহ বিভিন্ন খাতে বাংলাদেশ বিশ্বে উজ্জ্বল নেতৃত্বের স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছে।
প্রসঙ্গতঃ উল্লেখ্য যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে বিবেচিত, ফোর্বস সাময়িকীর দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ২০১৮ সালে তার অবস্থান ছিল ২৬তম এবং ২০১৭ সালে ৩০তম। এছাড়া যুক্তরাষ্ট্র-ভিত্তিক ফরেইন পলিসি নামক সাময়িকীর করা বিশ্বব্যাপী শীর্ষ ১০০ বৈশ্বিক চিন্তাবিদদের তালিকায় শেখ হাসিনা জায়গা করে নিয়েছেন। তিনি বিশ্ব নারী নেত্রী পরিষদ-এর একজন সদস্য, যা বর্তমান ও প্রাক্তন নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
আরো উল্লেখ্য যে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় চিকিৎসা সেবার বিভিন্ন ক্যাটগরিতে বিশ্বে অনেকের জন্য বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। চিকিৎসা সেবা ক্ষেত্রে বাংলাদেশে সরকারী বেসরকারী পর্যায়ে যে অবকাঠামো এবং দক্ষ জনবল আছে তাতে আমরা আরও যথেষ্ট Effort দিলে public private partnership এর মাধ্যমে বাংলাদেশেই Super Quality Hospital প্রতিষ্ঠা করা সম্ভব যেখানে শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশ হতে রেফারাল সেন্টার হিসেবে রোগীরা আসবে চিকিৎসা নিতে এবং পুরোপুরিভাবে আন্তর্জাতিক মানের চিকিৎসা অনেক কম খরচেই বাংলাদেশে দেয়া সম্ভব হবে। আমাদের দেশে সেই পরিবেশ তৈরী করাও অসম্ভব কিছু নয়। একথা নির্দ্ধিধায় বলা যায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আজ বাংলাদেশ অনেকদূর এগিয়ে আছে। এই অবস্থানকে ধরে রেখে যদি আরও উন্নয়ন সাধন করা যায় তবে বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত সুনামের সঙ্গেই কাজ করতে পারবে।অত্যন্ত গর্বের সঙ্গে আমরা বলতে পারি ইতিমধ্যেই যে সমস্ত চিকিৎসক বিদেশ পাড়ি দিয়েছেন তাঁদের বেশিরভাগই অত্যন্ত সুনামের সাথেই বিদেশে কাজ করছেন। আমাদের দেশেও অনেক আন্তর্জাতিক মান সম্পন্ন চিকিৎসক আছেন যাঁরা দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা আশাবাদী বিজ্ঞান শিক্ষায় আমরা অনেক এগিয়ে Expert skill তৈরী করতে পারলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব নেতৃত্বের অংশীদার হতে খুব বেশী দেরী নেই।
ডা. অসিত মজুমদার
লোকসেবী চিকিৎসক
আপনার মতামত দিন: